IMD Weather Update: ১১, ১২, ১৩, ১৪ নভেম্বর...! ভারী বৃষ্টি সতর্কতা, শৈত্যপ্রবাহ হুঁশিয়ারি একাধিক রাজ্যে, বাংলাতেও আবহাওয়ার রদবদল, আপডেট দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: দেশ জুড়ে শীতের কামড় শুরু হতে না হতেই ফের বৃষ্টির অশনি সঙ্কেত। একাধিক ঘূর্ণাবর্তের জেরে নভেম্বরেও বৃষ্টি ব্যাটিং করতে চলেছে একাধিক রাজ্যে। দেখে নেওয়া যাক আবহাওয়ার লেটেস্ট আপডেট একনজরে।
advertisement
1/13

দেশ জুড়ে শীতের কামড় শুরু হতে না হতেই ফের বৃষ্টির অশনি সঙ্কেত। একাধিক ঘূর্ণাবর্তের জেরে নভেম্বরেও বৃষ্টি ব্যাটিং করতে চলেছে একাধিক রাজ্যে। দেখে নেওয়া যাক আবহাওয়ার লেটেস্ট আপডেট একনজরে।
advertisement
2/13
এই মুহূর্তের আবহাওয়ার সিস্টেম:মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে।দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত।আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়।
advertisement
3/13
ভিন রাজ্যের আবহাওয়া:শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে রাজধানী দিল্লিতে। ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন আইএমডি।
advertisement
4/13
আবহাওয়া দফতরের মতে, ১১ নভেম্বর কেরালা ও মাহে এবং ১১ থেকে ১৪ নভেম্বর তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
advertisement
5/13
১৪ নভেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা:আবহাওয়া দফতরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ ও ১২ নভেম্বর পশ্চিম মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা। ১১ থেকে ১৪ নভেম্বর পূর্ব মধ্যপ্রদেশে এবং ১৩ ও ১৪ নভেম্বর পশ্চিম মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/13
১১ ও ১২ নভেম্বর ঝাড়খণ্ড ও ওড়িশায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা:আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ছত্তিশগড়ে ১১ থেকে ১৪ নভেম্বর এবং ওড়িশা-ঝাড়খণ্ডে ১১ ও ১২ নভেম্বর শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
advertisement
7/13
১১ এবং ১২ নভেম্বর দিল্লি, উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।আইএমডি-র রিপোর্ট অনুসারে, ১১ এবং ১২ নভেম্বর হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা।
advertisement
8/13
আগামী ৫ দিন উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেইআবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। মহারাষ্ট্র এবং গুজরাতে আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
advertisement
9/13
মঙ্গল ও বুধবার কোল্ড ওয়েভ ওয়ার্নিং রয়েছে তিন রাজ্যে। রাজস্থান, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, পঞ্জাব, ঝাড়খণ্ড, ওড়িশা ও উত্তরপ্রদেশের কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি।
advertisement
10/13
কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে:বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং করাইকালে। কেরল এবং মাহেতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
11/13
বাংলার আবহাওয়া:শীতের আমেজ বাড়ল দক্ষিণবঙ্গে। স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা থাকবে বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি থাকবে।উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।
advertisement
12/13
আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে রাতে ও সকালের দিকে।
advertisement
13/13
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে।