TRENDING:

IMD Weather Alert: আবহাওয়ায় মেগা বদল, রাজ্যে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, চলবে আঁধি, জনজীবন হবে জেরবার

Last Updated:
IMD Weather Alert: আবহাওয়ার মেগা অ্যালার্ট, কোথাও আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি, কোথাও আবার শীত যেতে না যেতেই তুমুল গরমের চোখ রাঙানি!
advertisement
1/10
মেগা বদল, রাজ্যে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি,চলবে আঁধি, জনজীবন হবে জেরবার
নয়াদিল্লি:  মঙ্গলবার থেকে ফের তৈরি নতুন পশ্চিমি ঝঞ্ঝা৷ এর জেরে পঞ্জাবে আজ ও কাল বৃষ্টি হবে৷ এছাড়াও পশ্চিম হিমালয় অংশে আগামী ২ দিন অবধি মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা জানিয়েছে আইএমডি নিজেদের ওয়েদার আপডেটে৷
advertisement
2/10
IMD-র ওয়েদার অ্যালার্ট অনুযায়ী পূর্বোত্তর ভারতের একাধিক জায়গায় আগামী কয়েক দিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি এই সব রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এদিকে মঙ্গলবার ও বুধবার  অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে৷
advertisement
3/10
মৌসম ভবনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি বঙ্গোপসাগরের খাঁড়ি থেকে আসা দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশের কারণেই অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হবে৷ এর সঙ্গে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরেও হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷
advertisement
4/10
আগামী তিনদিনে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমেও এই ধরণের আবহাওয়াই দেখতে পাওয়া যাবেষ আইএমডি ওয়েদার অ্যালার্ট অনুযায়ী ২১ ও ২২ তারিখ অসম- অরুণাচলে আঁধি বইবে৷ এছাড়াও অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের আলাদা আলাদা জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে৷
advertisement
5/10
উত্তরবঙ্গে বৃষ্টি এবং হালকা কুয়াশা। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী চার পাঁচ দিন রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দিনের বেলা গরম অনুভূত হবে।
advertisement
6/10
দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, দিনের বেলায় গরম অনুভূত হবে।  মেঘমুক্ত পরিষ্কার আকাশ, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী দু-তিন দিনে সামান্য বাড়বে। দখিনা বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলায়  আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে কিছু জেলায়। তবে সকালে ও রাতে জেলায় জেলায় মনোরম পরিবেশ আরও কয়েকদিন। কলকাতা ও সংলগ্ন জেলায় দিনে গরম ও অস্বস্তি হতে পারে।
advertisement
7/10
উত্তরবঙ্গে বৃষ্টি ও হালকা কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পং এ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।  ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
advertisement
8/10
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। রাতে-সকালে মনোরম আবহাওয়া। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দিনের বেলা গরম অনুভূত হবে। রাতের তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
advertisement
9/10
হিমাচল প্রদেশ, পশ্চিম রাজস্থানের একাধিক জায়গা. জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্থান, মুজফরাবাদ, হরিয়াণা, চণ্ডীগড়, দিল্লি , পূর্ব রাজস্থানের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে পাওয়া গেছে৷
advertisement
10/10
গুজরাতে সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই৷ ইতিমধ্যেই একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫- ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে৷
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Alert: আবহাওয়ায় মেগা বদল, রাজ্যে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, চলবে আঁধি, জনজীবন হবে জেরবার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল