চাঁদিফাটা রোদ, প্যাচপ্যাচে গরম আর কতদিন? শান্তির বৃষ্টি আসছে, বড় খবর দিল হাওয়া অফিস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Monsoon 2023 prediction by IMD: চামড়া পুড়িয়ে দিচ্ছে এমন গরম। তবে চিন্তা নেই, শান্তির বৃষ্টি কবে আসছে, বড় আপডেট।
advertisement
1/6

এ বছর দেশে স্বাভাবিক বর্ষা হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। গড় বার্ষিক বৃষ্টিপাত ৯৬% অনুমান করা হয়েছে। এটাই বর্ষা নিয়ে IMD-র প্রথম পূর্বাভাস।
advertisement
2/6
বর্ষা নিয়ে আরও একটি রিপোর্ট প্রকাশ হবে মে মাসে। আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বর্ষা আসবে সময়মতো। স্বাভাবিক বৃষ্টিপাত হবে।
advertisement
3/6
মে মাসের শেষ সপ্তাহ নাগাদ আরও একবার বর্ষার আপডেট দেবে আবহাওয়া দফতর। তবে এখনও পর্যন্ত যা খবর, এবার সারা দেশে বৃষ্টিপাত স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হবে।
advertisement
4/6
সাধারণত ২৫ মে থেকে ১ জুনের মধ্যে কেরলে বর্ষার আগমন হয়। এবারও বর্ষা আসবে সময়মতো।
advertisement
5/6
এপ্রিলের শুরু থেকেই তীব্র দাবদাহ চলছে। ইতিমধ্যে বহু জায়গায় প্রচণ্ড গরম পড়েছে। দেশের বহু জায়গায় পারদ চড়ছে। তবে এই তীব্র গরমের মধ্যে বর্ষা নিয়ে আবহাওয়া দফতরের রিপোর্ট স্বস্তি দিচ্ছে।
advertisement
6/6
এর আগে একটি বেসরকারি সংস্থা জানিয়েছিল, এবার এল নিনার প্রভাব থাকবে। ফলে বর্ষায় বৃষ্টিপাত হবে সর্বনিম্ন। তবে আবহাওয়া দফতর সেই দাবি খারিজ করেছে।