IMD Forecast: দিওয়ালির মাঝেই বৃষ্টির হুঁশিয়ারি দেশের বিভিন্ন রাজ্যে! বাংলার কী অবস্থা? কালীপুজোয় ভিজবে কলকাতা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আর কিছুদিনের মধ্যেই কালীপুজো, শুধু কালীপুজো নয়, দেশজুড়ে পালিত হবে দীপাবলি উৎসব। কিন্তু, এর মাঝেই দেখা দিচ্ছে বৃষ্টির ভ্রূকুটি। এই বৃষ্টির পূর্বাভাস প্রসঙ্গে, ভারতীয় মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বেশ কিছু জায়গায় দিওয়ালির দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
1/6

আর কিছুদিনের মধ্যেই কালীপুজো, শুধু কালীপুজো নয়, দেশজুড়ে পালিত হবে দীপাবলি উৎসব। কিন্তু, এর মাঝেই দেখা দিচ্ছে বৃষ্টির ভ্রূকুটি।এই বৃষ্টির পূর্বাভাস প্রসঙ্গে, ভারতীয় মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বেশ কিছু জায়গায় দিওয়ালির দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
2/6
এই প্রসঙ্গে জানা গিয়েছে, দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। শুধু ভারত নয় পশ্চিম ভারতের মহারাষ্ট্র এবং কেরলের বিভিন্ন অঞ্চলেও অকাল বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে।
advertisement
3/6
ভারতীয় মৌসম ভবন সূত্রে খবর, ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রের পুণে, সাতারা, আহমেদনগর, ছত্রপতি শম্ভাজিনগর, বীড় এবং সিন্ধুগড় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
4/6
দক্ষিণ ভারতেও টানা বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে মৌসম ভবনের পক্ষ থেকে। পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এবং তেলেঙ্গানায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ১৬ থেকে ১৭ অক্টোবর কঙ্কন উপকূলের গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
5/6
কিন্তু, সুখবর রয়েছে বঙ্গের জন্য, বাংলা থেকে বর্ষা বিদায় পর্ব কিছুটা পিছিয়ে ছিল। গুজরাত এবং উত্তরপ্রদেশের উপর প্রায় ১৬ দিন আটকেছিল বর্ষা বিদায় পর্ব। সারা দেশে বর্ষা বিদায় নেয় ১৫ অক্টোবর এর মধ্যে। এ বছর একদিন পর ১৬ অক্টোবর সারা দেশ থেকেই বিদায় নিতে চলেছে বর্ষা।
advertisement
6/6
তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বর্ষা বিদায় নিলেও দেশে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব শুরু হবে। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে মূলত দক্ষিণ ভারতে বৃষ্টি শুরু হয় আরো এক দফায়। তবে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।