Cyclone Mocha IMD Alert: বাংলা কি বিপদমুক্ত, সাইক্লোন মোকা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, রইল আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cyclone Mocha IMD Alert: আইএমডি-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে৷
advertisement
1/11

বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ফুটছে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ সাইক্লোন মোকাকে very severe cyclone হিসেবে ঘোষণা করেছে আইএমডি৷
advertisement
2/11
আইএমডি-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে৷
advertisement
3/11
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামীকালের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঝড় নিয়ে বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন৷
advertisement
4/11
কলকাতা: পশ্চিমবঙ্গ ও ওড়িশাতেই কী এবারের বা এ বছরের প্রথম সাইক্লোনের অপেক্ষায় ত্রস্ত প্রহর গুনছে৷ ২০২৩-র মে মাসেই কী ফের একবার তোলপাড়৷ ভারতীয় মৌসম বিভাগ আগামী দিনে এই সাইক্লোনের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল৷ বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ক্ষেত্র দ্রুত সাইক্লোনে রূপান্তরিত হচ্ছে৷ বুধবারেরর মধ্যে সাইক্লোনের ফর্মেশান হয়ে যাবে৷ Photo Courtesy- Windy
advertisement
5/11
আইএমডি -র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন সাইক্লোনিক স্টর্ম ১১ মে উত্তর ও উত্তর পশ্চিমে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে শুরু করবে৷ Photo Courtesy- IMD
advertisement
6/11
এখনও অবধি স্যাটেলাইট ইমেজের যে দিশা পাওয়া যাচ্ছে তাতে এরপর মোকা বাংলাদেশ ও মায়নামারের দিকে এগিয়ে যাবে৷ এই পরিস্থিতিতে সমুদ্রে মৎস্যজীবী , জাহাজ ও ছোট নৌকা নিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের খাঁড়িতে যেতে নিষেধ করেছে৷ Photo Courtesy- Windy
advertisement
7/11
অনুমান করা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের খাঁড়িতে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বৃষ্টি ও প্রবল জোরে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে৷ Photo- Representative
advertisement
8/11
মঙ্গলবার থেকেই সাইক্লোন মোকার জেরে আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়ে যাবে৷ দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টি হবে৷ Photo- Representative
advertisement
9/11
সমুদ্রতলের তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস ভারতের মৌসম বিভাগ জানিয়েছে সাইক্লোন একটি পরিস্থিতি শুরু হয়৷ তীব্র সাইক্লোনিক পরিস্থিতি তৈরি হয়েছে৷ যার চারদিক থেকে প্রবল দ্রুত গতিতে হাওয়া বইতে থাকে৷ সাইক্লোন সমুদ্রতলে তৈরি হতে গেলে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর হতে হয়৷ Photo Courtesy- Windy
advertisement
10/11
এই পরিস্থিতি যখন হয় তখন তীব্র বৃষ্টি হয় এবং প্রবল হাওয়া দেয়৷ এই পরিস্থিতিতে রেড অ্যালার্টে হয় বৃষ্টি৷ এর জেরে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকে৷ Photo Courtesy- IMD
advertisement
11/11
ইয়ামেনের সমুদ্রবন্দর মোকার নামে তৈরি সাইক্লোন মোকা এবার বাংলা না বাংলাদেশ নাকি মায়নামারে তাণ্ডব চালায় সেটার আতঙ্কে প্রহর গুনছে৷ ৫০০ বছর ধরে সারা বিশ্বকে মোকা কফি খাওয়ানোর পর তা যে এরকম আতঙ্কের হবে অতি বড় কফিপ্রেমীরাও ভাবেননি৷