advertisement
1/6

রাজনীতির ময়দানে নয় এবার কুলফিতেও মোদি ৷ ফের একবার মোদি সরকার। এবার মোদি একাই তিনশো পার। নিজেই নিজের রেকর্ড ভেঙে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী মসনদে নরেন্দ্র মোদি ৷ কিন্তু এই দৌড়ের শুরুটা সেই গুজরাত থেকে ৷ মোদির এমন সাফল্যকে সম্মান দিয়ে সেই গুজরাতেই এল খোদ মোদির নামের কুলফি ৷
advertisement
2/6
২০১৪ সালে একা ২৮২। এবার একাই ৩০৩। মোদির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সুরাতের আইসক্রিম পার্লারে দেখা মিলল মোদি কুলফির ৷ লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় উদযাপন করতেই মোদি সীতাফল কুলফি ৷
advertisement
3/6
এই কুলফির বিশেষত্বই হল, এতে খোদাই করা স্বয়ং নরেন্দ্র মোদির মুখ ৷ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি এই কুলফি ৷
advertisement
4/6
৩০ মে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শপথ নেবেন নমো ৷ সেসময়ই সুরাতের ওই আইসক্রিম পার্লারে পরিবেশন করা হবে এই স্পেশাল মোদি সীতাফল কুলফি ৷
advertisement
5/6
দোকানের মালিক বিবেক আজমেড়া জানান, এমন ২০০ মোদি সীতাফল কুলফি তৈরি করতে কর্মচারীদের ২৪ ঘণ্টারও বেশি সময় লেগেছে ৷ এই কুলফি মোদি ও বিজেপির সাফল্যেকেই উৎসর্গ করেছেন বিবেক ৷
advertisement
6/6
নমো’র সাফল্যে কুলফি বিকোচ্ছে ৫০ শতাংশ ডিসকাউন্টে ৷(Image: BJP)