TRENDING:

পড়াশোনায় অমনোযোগী! ১০ বছরের ছেলেকে জীবন্ত জ্বালিয়ে দিল খোদ বাবা

Last Updated:
রাগে অন্ধ হয়ে ছেলের গায়ে কেরোসিন তেল ঢেলে, দোকান থেকে কিনে আনা দেশলাই জ্বালিয়ে তার দিকে ছুড়ে মারে বাবা।
advertisement
1/7
পড়াশোনায় অমনোযোগী! ১০ বছরের ছেলেকে জীবন্ত জ্বালিয়ে দিল খোদ বাবা
• রাগ আর নেশার বশবর্তী হয়ে মানুষ কখন যে নিজের মনুষ্যত্বই হারিয়ে ফেলে তা হয়তো সে নিজেও বুঝতে পারে না । নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও পিছপা হয় না । তেমনই ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদ । প্রতীকী চিত্র ।
advertisement
2/7
• নিজের ১০ বছরের ছেলের গায়ে আগুন ধরিয়ে দিল নেশাগ্রস্থ বাবা । গুরুতর জখম অবস্থায় ওই কিশোর এখন হাসপাতালে ভর্তি । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । প্রতীকী চিত্র ।
advertisement
3/7
• পুলিশ সূত্রে খবর, গত রবিবার রাতে ছেলে’কে পাশের দোকান থেকে বিড়ি আর দেশলাই আনতে বলেছিল ওই ব্যক্তি । ছেলের বাড়ি ফিরতে দেরি হওয়ায় প্রচণ্ড রেগে যায় সে । বাড়ি ফিরতেই ছেলের উপর চড়াও হয় ওই ব্যক্তি । প্রতীকী চিত্র ।
advertisement
4/7
• ওই কিশোর ক্লাস সিক্সে পড়ে । কিন্তু পড়াশোনায় সে অমনোযোগী এবং নিয়মিত টিউশন পড়তেও সে যায় না, এমন কিছু অভিযোগ তুলে ক্রমাগত তাকে পেটাতে থাকে তার বাবা । কিশোরের মা স্বামীর হাত থেকে ছেলে বাঁচাতে এলে নিজের স্ত্রী’কে ঘরের বাড়ি বের করে দরজা আটকে দেয় অভিযুক্ত । প্রতীকী চিত্র ।
advertisement
5/7
• এরপরেই রাগে অন্ধ হয়ে ছেলের গায়ে কেরোসিন তেল ঢেলে, দোকান থেকে কিনে আনা দেশলাই জ্বালিয়ে তার দিকে ছুড়ে মারে । প্রাণে বাঁচতে কোনওরকমে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে ওই কিশোর ।
advertisement
6/7
• জ্বলন্ত অবস্থাতেই পড়ে যায় রাস্তার একটি গর্তের মধ্যে । ঘটনা দেখে ছুটে আসেন প্রতিবেশীরা । সঙ্গে সঙ্গে গায়ে জল ঢেলে আগুন নেভান তাঁরা । এরপর তাকে গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রতীকী চিত্র ।
advertisement
7/7
• চিকিৎসকরা জানিয়েছেন, দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে ওই কিশোরের । এখনও তার অবস্থা আশঙ্কাজনক । প্রতীকী চিত্র ।
বাংলা খবর/ছবি/দেশ/
পড়াশোনায় অমনোযোগী! ১০ বছরের ছেলেকে জীবন্ত জ্বালিয়ে দিল খোদ বাবা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল