TRENDING:

India's Richest Railway Station: দেদার রোজগার করে সব স্টেশনকে বলে বলে গোল দিল এই স্টেশন, ৩,৩৩৭ কোটি টাকা আয় এক বছরে

Last Updated:
India's Richest Railway Station: সবচেয়ে বেশি এক বছরে রোজগার করা স্টেশনদের তালিকায় এক হওয়া হল না হাওড়া স্টেশনের৷ কে গোল দিয়ে বেরিয়ে গেল৷
advertisement
1/7
দেদার রোজগার করে সব স্টেশনকে বলে বলে গোল দিল এই স্টেশন, ৩,৩৩৭ কোটি টাকা আয়
: ভারতীয় রেলের বড়সড় খবর৷ আর্থিক বর্ষে কোন খাতে কত আয় হল তার হিসেব তুলে ধরতে গিয়ে নানা পরিসংখ্যান জানিয়েছে৷ তার মধ্যে সকলকে টেক্কা দিয়েছে ভারতের এই স্টেশন৷ একাই তারা আয় করেছে ৩,৩৩৭ কোটি টাকা৷ এই রেলওয়ে স্টেশন হল নয়া দিল্লি রেলওয়ে স্টেশন৷ ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ উপার্জনকারী হিসাবে দিল্লি সামনে উঠে এসেছে৷ ভারতীয় রেলের তথ্য অনুসারে তারা ৩,৩৩৭ কোটি টাকা আয় করেছে।
advertisement
2/7
ভারতীয় রেলওয়ের রেলওয়ে স্টেশনগুলি প্রতি বছর বিভিন্ন ট্যাক্স সোর্স অর্থাৎ  দোকান বা বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করে৷ সেই তালিকায় এবারে নয়া দিল্লির বাম্পার আয়৷  ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম।
advertisement
3/7
রোজের পরিসংখ্যানের হিসেবে ভারতীয় রেলওয়ে তাদের বিস্তৃত নেটওয়ার্ক  ২০ মিলিয়নের বেশি যাত্রী পরিবহন করে৷ ১৩,০০০ টি-রও বেশি ট্রেন সারা দেশে চলে৷  ৭,৩০৮ টিরও বেশি স্টেশন সহ, এই জমজমাট হাবগুলি প্রতিদিন ১৩,০০০ টিরও বেশি ট্রেন পরিষেবা দেয়৷
advertisement
4/7
ভারতীয় রেলওয়ে বিজ্ঞাপন, দোকান, প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুম, ওয়েটিং হল থেকে তার উল্লেখযোগ্য রাজস্ব আয় করে৷ এই সবরকম আয় দিয়ে ছপ্পড়ফাড় আয় নয়াদিল্লি রেলওয়ে  স্টেশনের৷
advertisement
5/7
সর্বোচ্চ উপার্জনকারী রেলওয়ে স্টেশননতুন দিল্লি রেলওয়ে স্টেশন ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ উপার্জনকারী হিসাবে আবির্ভূত হয়েছে, রেলওয়ের তথ্য অনুসারে ৩,৩৩৭ কোটি টাকা আয় করেছে। রাজস্বের দিক থেকে এগিয়ে থাকার পাশাপাশি, এটি সবচেয়ে ব্যস্ত স্টেশনগুলির মধ্যে স্থান করে নিয়েছে, যা বছরে ৩৯,৩৬২,২৭২ যাত্রীকে স্বাগত জানিয়েছে৷
advertisement
6/7
তালিকার দ্বিতীয় স্থানে, হাওড়া রেলওয়ে স্টেশন ভারতের দ্বিতীয় সর্বাধিক উপার্জনকারী স্টেশন। পশ্চিমবঙ্গ অবস্থিত স্টেশনের বার্ষিক আয় ১৬৯২ কোটি টাকা। এছাড়াও, হাওড়া রেলওয়ে স্টেশন হল সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন।
advertisement
7/7
প্রধানমন্ত্রী মোদী ভারত জুড়ে মূল রেল প্রকল্পগুলির উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যা ভারতের রেলের পরিকাঠামোকে আরও শক্তিশালী করেছে।
বাংলা খবর/ছবি/দেশ/
India's Richest Railway Station: দেদার রোজগার করে সব স্টেশনকে বলে বলে গোল দিল এই স্টেশন, ৩,৩৩৭ কোটি টাকা আয় এক বছরে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল