Cash seized: পুলিশ কর্তার বাড়িতে টাকার পাহাড়, সোনার খনি! গুনতে আনা হল মেশিন, মাথায় হাত সিবিআইয়ের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Cash seized: পুলিশ আধিকারিকের বাড়িতে বিপুল সম্পত্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পঞ্জাবে। বৃহস্পতিবার সিবিআই অভিযান চালায়। ২০০৯ ব্যাচের আইপিএস ওই আধিকারিকের বাড়িতে হানায় ৫ কোটি টাকা নগদ, দেড় কিলো সোনার গয়না-সহ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
1/5

পুলিশ আধিকারিকের বাড়িতে বিপুল সম্পত্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পঞ্জাবে। বৃহস্পতিবার সিবিআই অভিযান চালায়। ২০০৯ ব্যাচের আইপিএস ওই আধিকারিকের বাড়িতে হানায় ৫ কোটি টাকা নগদ, দেড় কিলো সোনার গয়না-সহ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পুলিশ আধিকারিক বর্তমানে পঞ্জাব পুলিশের ডিআইজি পদে কর্মরত ছিলেন।
advertisement
2/5
ওই পুলিশ কর্তাকে ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই পুলিশ কর্তার নাম হারচরণ সিং ভুল্লার। সেই ঘটনার নিয়ে তদন্তে নেমেই চাঞ্চল্য ছড়ায়। বিপুল সম্পত্তি উদ্ধার করা হয়।
advertisement
3/5
ওই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানোর সময়ে সিবিআই নগদ পাঁচ কোটি টাকা এবং দেড় কিলো মহা মূল্যবান গয়না ছাড়াও একটি মার্সেডিজ এবং অডি বাজেয়াপ্ত করে। (Image: ANI, X/@BJP4Chandigarh)
advertisement
4/5
সেই সঙ্গে ২২টি দামি ঘড়ি, ৪০ লিটার বিদেশ থেকে আমদানি করা মদ, একটি দোনালা বন্দুক, একটি রিভলভার, একটি পিস্তল এবং একটি এয়ার গান উদ্ধার করা হয়েছে।
advertisement
5/5
কার কার থেকে ঘুষ নিয়েছেন, কী ভাবে এত বিপুল সম্পত্তি বানালেন এই সব নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আরও সম্পত্তি কোথাও গচ্ছিত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।