Voter Card Aadhaar Card Link: বড় কাজ ভোটার-আধার কার্ড লিঙ্ক! একদম ফেলে রাখবেন না, এই ভাবেই করুন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Voter Card Aadhaar Card Link|Aadhaar Card Voter Card Link|National News|Election Commmission Of India|UIDAI: অতি সহজেই করতে পারেন ভোটার কার্ড ও আধার লিঙ্ক
advertisement
1/12

সোমবার কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করেছে The Election Laws (Amendment) Bill, 2021, অর্থাৎ এবার ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা যাবে ৷ এছাড়াও এসএমএস (SMS) ও বুথস্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
কীভাবে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে হবে (Voter Aadhaar Link) ৷ সর্বপ্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে https://voterportal.eci.gov.in/ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
লগইন করতে হবে মোবাইল নম্বর, ই-মেল আইডি ও ভোটার আইডি নম্বর দিয়ে পাসওয়াড দিয়ে এন্টার করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
এরপরে রাজ্য (State), জেলা চয়ন (District) করে ব্যক্তিগত বিবরণ দিতে হবে ৷ যেমন জন্ম তারিখ (Date of Birth), বাবার নাম (Father's Name) ইত্যাদি ৷ তারপরেই "Search" বোতামে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
যদি আপনার দেওয়া তথ্য ও সরকারি তথ্য মিলে যায় সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখতে পাওয়া যাবে ৷ স্ক্রিনের বাঁদিকে একটি অপশন থাকবে "Feed Aadhaar No" ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
সেখানে ক্লিক করলেই একটি উইন্ডো খুলে যাবে ৷ সেখানে আধার কার্ডে বা ভোটার কার্ডে নামের যেমন বানান আছে তেমনই দিতে হবে ৷ তারপরে আধার নম্বর (Aadhaar Card), মোবাইল নম্বর (Mobile Number), ই-মেল আইডি (Email) দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
তারপরেই সাবমিট (submit) করতে হবে ৷ সফল ভাবে কাজ করার পরেই নটিফিকেশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
এসএমএসের (Through SMS) মাধ্যমে আধার ভোটার কার্ড লিঙ্ক (Aadhaar Card Link), মোবাইল ফোনের টেক্সট (Mobile Phone) মেসেজ অপশনে (Text Option) গিয়ে ECILINK লিখে পাঠিয়ে দিতে হবে 166 বা 51969 নম্বরে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
ফোনের মাধ্যমে কীভাবে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক (Voter Addhaar Link) করা যাবে? ভোটার আধার কার্ডের জন্য ডেডিকেটেড কল সেন্টার নম্বর আছে ৷ কাজের দিনে 1950 এই নম্বরে ফোন করুন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
তারপরে ভোটার নম্বর (Voter ID) ও আধার নম্বর (Aadhaar Card)বলে লিঙ্ক করিয়ে নিন ৷ অথবা বুথ স্তরের কর্মী অথবা আধিকারিকের কাছে যেতে হবে ৷ জমা দিতে হবে একটি দরখাস্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
ভেরিফিকেশনের পরে আধার-ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷