Healthy Lifestyle: তুই নাকি তুমি? সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে সঙ্গীকে কোন সম্বোধন করবেন? এখানেই রয়েছে উত্তর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: সম্পর্ককে টিকিয়ে রাখতে কয়েকটা ছোট ছোট বিষয় মাথায় রাখা জরুরি।
advertisement
1/5

বলা হয় সম্পর্ক অনেকটা গাছের মতো। তাকে প্রতিনিয়ত জল না দিলে সেই সম্পর্ক বাঁচে না। আর যে কোনও সম্পর্ককে বাঁচাতে গেলে দরকার পড়ে তার যত্ন। মনে রাখতে হয় ছোট ছোট কিছু টিপস্।
advertisement
2/5
আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক রয়েছে যেখানে আমরা দেখতে পাই স্বামী-স্ত্রী একে অন্য়কে তুই বলছেন। হয়তো আগে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্ক গড়িয়েছে প্রেম তারপরে বিয়ের দিকে। শুধু সম্বোধনটা বদলায়নি।
advertisement
3/5
তবে বলা হচ্ছে, তুই সম্বোধনে যতই বন্ধুত্ব বা প্রেম থাকুক না কেন, সমীক্ষা অনুযায়ী পারস্পরিক সম্মানটা এই সম্বোধনে অনেকটাই কম।
advertisement
4/5
সম্পর্কে সম্মানও যথেষ্ট জরুরি। এই সম্মান টিকিয়ে রাখতে সম্বোধনকে 'তুমি'তে উত্তরণ করাই ভাল।
advertisement
5/5
ঝগড়া বা কলহের সময়ে 'তুই' সম্বোধন করলে সেই ঝগড়ার রেশ অনেকটা বেশি হয়। এক্ষেত্রে মধুরতা আনতে পারে 'তুমি'।