TRENDING:

ট্যাক্সি চালকের সঙ্গে রাত কাটাল মেয়ে, বিয়ের আগের রাতে বাবা করল এমন এক কাজ...শুনে হতবাক সবাই!

Last Updated:
তরুণী ভালবেসে বিয়ে করেছিলেন এক ট্যাক্সি চালককে। জাত-ধর্মের তোয়াক্কা না করেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেনি তাঁর পরিবার। তার পর যা ঘটল, তা শিউরে ওঠার মতো!
advertisement
1/7
ট্যাক্সি চালকের সঙ্গে রাত কাটাল মেয়ে, বিয়ের আগের রাতে বাবা করল এমন এক কাজ...হতবাক সবাই!
তরুণী ভালবেসে বিয়ে করেছিলেন এক ট্যাক্সি চালককে। জাত-ধর্মের তোয়াক্কা না করেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেনি তাঁর পরিবার। তার পর যা ঘটল, তা শিউরে ওঠার মতো! (Represental Image)
advertisement
2/7
প্রেম ও বিবাহের স্বাধীনতা সমাজে এক গুরুত্বপূর্ণ অধিকার হলেও, এখনও অনেক পরিবার এই বিষয়ে কঠোর মনোভাব পোষণ করে। জাত-ধর্ম কিংবা সামাজিক মর্যাদার বেড়াজালে বন্দি করে প্রেমের স্বাধীনতাকে রুদ্ধ করার বহু ঘটনা সামনে এসেছে। বিশেষ করে, মেয়েরা যদি পরিবারের পছন্দের বাইরে গিয়ে প্রেম বা বিয়ে করে, তাহলে তা অনেক ক্ষেত্রেই ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। (Represental Image)
advertisement
3/7
নেহা ও সুরজ একে অপরকে চেনেন দশম শ্রেণি থেকে। টানা ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু সুরজ অন্য জাতের হওয়ায় পরিবারের কেউই এই সম্পর্ক মেনে নেয়নি। তার পরেই ভয়ঙ্কর কাণ্ড! (Represental Image)
advertisement
4/7
বিসরখ থানার পুলিশ জানায়, নেহা ও সুরজ গত ১১ মার্চ গাজিয়াবাদের আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিল। এরপর রেজিস্ট্রি করতে গাজিয়াবাদ আদালতে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারেননি তাঁর বাবা ও ভাই। (Represental Image)
advertisement
5/7
বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বাবা ও ভাই মিলে নেহাকে হত্যা করে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা, দেহও দ্রুত দাহ করে দেওয়া হয়, যাতে প্রমাণ লোপাট করা যায়। ঘটনার পর মাত্র তিন ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত বাবা ভানু ও ভাই হিমাংশুকে গ্রেফতার করে।  (Represental Image)
advertisement
6/7
বিসরখ থানার পুলিশ জানায়, নেহা ও সুরজ গত ১১ মার্চ গাজিয়াবাদের আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিল। এরপর রেজিস্ট্রি করতে গাজিয়াবাদ আদালতে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই বাবার হাতে প্রাণ হারায় নেহা। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা, দেহও দ্রুত দাহ করে দেওয়া হয়, যাতে প্রমাণ লোপাট করা যায়। (Represental Image)
advertisement
7/7
ঘটনার পর মাত্র তিন ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত বাবা ভানু ও ভাই হিমাংশুকে গ্রেফতার করে। এই ঘটনার পর গ্রেটার নয়ডা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। (Represental Image)
বাংলা খবর/ছবি/দেশ/
ট্যাক্সি চালকের সঙ্গে রাত কাটাল মেয়ে, বিয়ের আগের রাতে বাবা করল এমন এক কাজ...শুনে হতবাক সবাই!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল