TRENDING:

Meghalaya Honeymoon: বিধবা তাকে হতেই হত! সুপারি কিলাররা না পারলে সে নিজে হাতেই কী ভাবে সরিয়ে দিত স্বামী রাজাকে, প্ল্যান বি জানলে শিউরে উঠছে ভয়ে

Last Updated:
Meghalaya Honeymoon: স্বামীকে নিকেশ করে প্রেমীর সঙ্গে ঘর বাঁধতে মরিয়া ছিল সোনম, এখনও জেরায় সবচেয়ে শক্ত রয়েছে সেই...
advertisement
1/9
বিধবা তাকে হতেই হত! সুপারি কিলাররা না পারলে সে নিজে হাতেই কী ভাবে সরিয়ে দিত স্বামী রাজাকে
নয়াদিল্লি: ইনদওরের রাজা রঘুবংশী হত্যা মামলার চার অভিযুক্ত জিজ্ঞাসাবাদে আর কোনও রাখঢাক রইল না যে এটা মার্ডার এবং সেটাও সম্পূর্ণ রূপে প্ল্যানিং করেই করা হয়েছিল৷ পুলিশি জেরার মুখে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আগেই জানা গিয়েছে নিজের প্রেমিক রাজকে সে ফোনকলে জানিয়েছিল বিধবা তাকে হতেই হবে৷ তাই স্বামী রাজা রঘুবংশীকে যদি প্রথম প্ল্যানে না মেরে ফেলা যেত তাহলে প্রস্তুত ছিল প্ল্যান বি৷
advertisement
2/9
সুপারি কিলার ও তার বয়ফ্রেন্ড যদি না পারে তাহলে সে নিজেই নিকেশ করে দেবে - ধূর্ত সোনম রঘুবংশী তার স্বামীকে হত্যা করার জন্য যে পরিকল্পনা করেছিল সেটা সে নিজেই করে ফেলত। কন্ট্র্যাক্ট কিলাররা যদি তাকে হত্যা করতে না পারে, তাহলে সোনম সেলফি তোলার অজুহাতে রাজকে খাদের ধারে নিয়ে গিয়ে সেখান থেকে ঠেলে ফেলে দিত৷
advertisement
3/9
রাজ কুশওয়াগার মোবাইল থেকে অনেকগুলি ১০ টাকার নোটের নম্বর পাওয়া গেছে। এখন ধারণা করা হচ্ছে যে সে হাওয়ালা ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। একই সঙ্গে রাজা রঘুবংশী হত্যা মামলার আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের সময়, আসামিরা পুলিশকে জানিয়েছে যে তারা রাজা রঘুবংশীকে হত্যা করেছে। তাকে হত্যার পর তার দেহ শিলংয়ের একটি খাদে ফেলে দেওয়া হয়। ইনদওরের ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তের স্বীকারোক্তির সত্যতা নিশ্চিত করেছে।
advertisement
4/9
অভিযুক্তদের দু'দিন ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। রাজার স্ত্রী সোনম রঘুবংশীকে এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড বলছে পুলিশ৷ শিলং পুলিশ সমস্ত অভিযুক্তদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখান থেকে তারা গুয়াহাটি যাবে। তারপর শিলং পুলিশের দল বৃহস্পতিবার সকালের মধ্যে অকুস্থলে পৌঁছাবে।
advertisement
5/9
সোনমকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশশিলং পুলিশের দল রাজা রঘুবংশী হত্যা মামলা নিয়ে সোনমকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছে। এই সবের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল রাজার হত্যার পর স্ত্রী সোনম কি ইনদওরে এসেছিলেন? এ বিষয়ে এসিপি পুনম চাঁদ যাদব বলেন যে আমরা শিলং পুলিশের কাছ থেকে এই ধরণের তথ্য পাওয়ার জন্য কাজ করব। আমরা এখনও পর্যন্ত এই ধরণের কোনও তথ্য পাইনি।
advertisement
6/9
খুনিরা তাদের অপরাধ স্বীকার করেছেএসিপি পুনম চাঁদ যাদব বলেন যে চার অভিযুক্তই তাদের অপরাধ স্বীকার করেছে। খুনের মূল পরিকল্পনাকারীতে সোনমের পাশাপাশি রয়েছে রাজ কুশওয়াহা। বিয়ের আগে থেকেই রাজা রঘুবংশীকে হত্যার প্রস্তুতি চলছিল। অভিযুক্তরা রাজা রঘুবংশীকে হত্যার জন্য একটি নির্ভুল পরিকল্পনা করেছিল। রাজা এবং সোনম তাদের হানিমুনে যাওয়ার আগেই অভিযুক্তরা সবাই শিলং চলে গিয়েছিল।
advertisement
7/9
রাজা রঘুবংশীকে প্রথমে কে আক্রমণ করেছিল?বিশাল প্রথমে রাজা রঘুবংশীকে আক্রমণ করেছিল। বিশালের বাড়ি থেকে যে পোশাক উদ্ধার হয়েছে তাতে রক্তের দাগ পাওয়া গেছে। এখন, এটি কার রক্ত, তা কেবল ফরেনসিক তদন্তের মাধ্যমেই প্রকাশ পাবে। পুলিশ বলছে যে কেউ যাতে সন্দেহ না করে, রাজ ইনদওরেই থেকে গিয়েছিল। শিলং পুলিশ অভিযুক্তদের কাছ থেকে কিছু প্রযুক্তিগত প্রমাণও পেয়েছে।
advertisement
8/9
ইনদওর বিমানবন্দরে অভিযুক্তদের মারধররাজা হত্যা মামলার চার অভিযুক্তকে নিয়ে মেঘালয় পুলিশ ইনদওর ছাড়ে৷  অভিযুক্তদের বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে। সকলকে ইনদওর ক্রাইম ব্রাঞ্চ থানায় রাখা হয়েছিল। মেঘালয় পুলিশের ডিএসপি এসএ সাংমার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল অভিযুক্তদের সঙ্গে যায়৷  এদিকে, ইনদওর বিমানবন্দরে রাজা রঘুবংশী হত্যা মামলার অভিযুক্তকে দেখে লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।
advertisement
9/9
বিমানবন্দরে যাত্রীরা অভিযুক্তকে মারধর করে। শুধু তাই নয়, বিমানবন্দরে রাজকে এক যাত্রী  থাপ্পড়ও মারেন। শিলং পুলিশ চার অভিযুক্তকে নিয়ে ইনদওর বিমানবন্দরে পৌঁছে। তারপর সেখান  থেকে তাদের ট্রানজিট রিমান্ডে শিলং নিয়ে যাওয়া হয়। এখন শিলং পুলিশ সোনম, রাজ, আনন্দ, আকাশ এবং বিশাল ওরফে ভিকিকে জিজ্ঞাসাবাদ করবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Meghalaya Honeymoon: বিধবা তাকে হতেই হত! সুপারি কিলাররা না পারলে সে নিজে হাতেই কী ভাবে সরিয়ে দিত স্বামী রাজাকে, প্ল্যান বি জানলে শিউরে উঠছে ভয়ে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল