ধর্মকে পিছনে ফেলল মানবিকতা! একে অন্যের স্বামীকে কিডনি দান করলেন হিন্দু ও মুসলিম স্ত্রী
Last Updated:
advertisement
1/6

• কুর্নিশ! সাবাশ! সেলাম! ধর্মকে তুচ্ছ করে আজও এ দেশে জিতে যায় মানবিকতা ৷ ধর্মীয় বিভেদ ফিকে হয়ে যায় মনুষ্যত্বের কাছে ৷ দু’টি প্রাণকে সুস্থ করে তোলাই যখন জীবনের একমাত্র মন্ত্র হয়ে দাঁড়ায় তখন ঈশ্বর-আল্লাহের মধ্যে আর কোনও পার্থক্য থাকে না ৷ এমন নমুনাই দেখা গেল মুম্বইয়ে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/6
• মাস খানেক আগে প্রায় একই সময়ে দু’টি পরিবার ছুটে এসেছিল থানের এক নেফ্রোলজিস্ট ডঃ হেমাল শাহের কাছে ৷ একটি পরিবার হিন্দু, অন্য পরিবার মুসলিম ধর্মাবলম্বী ৷ বিহার থেকে এসেছেন রামস্বার্থ যাদব আর থানের স্থানীয় বাসিন্দা নাদিম ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
3/6
• রামস্বার্থ আর নাদিম, দু’জনেই ভুগছেন কিনডির অসুখে ৷ তাঁদের দু’জনকেই কিডনি প্রতিস্থাপন করতে হবে ৷ কিন্তু তাঁদের নিজেদের স্ত্রীর সঙ্গে রক্তের গ্রুপ মিলছে না কাররই ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/6
• তবে ডাক্তারবাবু জানান, নাদিমের স্ত্রী নাজরিনের সঙ্গে রক্তের গ্রুপ মিলছে রামস্বার্থের ৷ আবার রামস্বার্থের স্ত্রী সত্যদেবীর সঙ্গে রক্তের গ্রুপ মিলে যাচ্ছে নাদিমের ৷ তাই তাঁদের দু’জনের স্ত্রী একে অপরকে কিডনি দিলে তাঁরা বেঁচে যেতে পারেন ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
5/6
• প্রায় এক মাস দুই পরিবারের মধ্যে বহু আলাপ-আলোচনার পর নাজরিন আর সত্যদেবী স্থির করেন কিনডি দেবেন তাঁরা ৷ গত ১৪ মার্চ সফল অস্ত্রোপচার হয় ৷ এখন রামস্বার্থ আর নাদিম, দু’জনেই সুস্থ ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
6/6
• রামস্বার্থের ছেলে সঞ্জয় জানান, ডায়ালেসিস চলা সত্ত্বেও গত দু’বছর তাঁর বাবা প্রচণ্ড যন্ত্রণার জীবন কাটিয়েছেন ৷ এটাই একমাত্র পথ ছিল ৷ আর যেখানে জীবন-মৃত্যুর প্রশ্ন, সেখানে ধর্মটা কোনও বিষয় নয় ৷ প্রতীকী চিত্র ৷