Himachal Pradesh News: ভয়ঙ্কর অবস্থা হিমাচলে! মৃত্যুমিছিল, এখনও পর্যন্ত ৬৩ জনের জীবন শেষ মর্মান্তিক ঘটনায়! ৪০০ কোটির সম্পত্তি শেষ, কী হল জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Himachal Pradesh News: রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মাণ্ডি জেলায়। এখনও পর্যন্ত সেখানে ১০ জনের মৃত্যু এবং ৩৪ জন নিখোঁজের খবর মিলেছে।
advertisement
1/8

বিপর্যয় বাড়ছে হিমাচল প্রদেশের। মেঘভাঙা বৃষ্টি , ধস ও হড়পা বানে ইতিমধ্যে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩, নিখোঁজ বহু। সোমবার রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC)-এর প্রকাশিত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
advertisement
2/8
রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মাণ্ডি জেলায়। এখনও পর্যন্ত সেখানে ১০ জনের মৃত্যু এবং ৩৪ জন নিখোঁজের খবর মিলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ ছিল হড়পা বান মেঘ ভাঙা বৃষ্টি। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ের জেরে রাজ্যজুড়ে আহত হয়েছেন ১০৩ জন।
advertisement
3/8
হিমাচল প্রদেশে বন্যার জেরে বহু বাড়ি ভেঙে পড়েছে। চাষের জমিরও বিরাট ক্ষয়ক্ষতি ভয়াল জলের তোড়ে ভেঙে গিয়েছে বহু রাস্তা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, জলে ভেসে যাচ্ছে গাড়ি। মান্ডির লৌঙ্গি পঞ্চায়েতে বহু বাড়ি, গোয়ালঘর, ঘোড়া, ছাগল রাখার জায়গার এখন আরও কোনও অস্তিত্ব নেই।
advertisement
4/8
রাজ্যের অধিকাংশ নদীর জল বিপদ সীমার কাছে পৌঁছেছে। এই অবস্থায় বিপাশা নদীর পান্ডোয়া জলাধার থেকে দেড় লক্ষ কিউসেক জল ছাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
advertisement
5/8
উত্তরাখণ্ডের ঋষিকেশেও গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে। এই অবস্থায় নদী তীরের লোকজনকে নিরাপদ জায়গায় সরে যেতে বলল প্রশাসন। পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের (এসডিআরএফ) পক্ষ থেকে এই নিয়ে সতর্ক করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এখন গঙ্গার জলস্তরের উচ্চতা সঙ্কটস্তর ১.৩৮ সেমির কাছাকাছি বইছে।
advertisement
6/8
এই অবস্থায় স্পর্শকাতর এলাকাগুলিতে টহল দিতে শুরু করেছে পুলিস। স্থানীয় আবহাওয়া দপ্তর থেকে দেরাদুন, উত্তরকাশী এবং তেহরি গেরওয়ালের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। চম্পাওয়াত, নৈনিতাল এবং রুদ্রপ্রয়াগের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
7/8
এদিকে আবহাওয়া দফতর আগামী ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় মাণ্ডি, কাংগ্রা, সিমলা, সোলান, সিমৌর ও হামিরপুরে হড়পা বানের সম্ভাবনা রয়েছে।
advertisement
8/8
জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও হোমগার্ডের সদস্যরা তৎপরভাবে উদ্ধারকাজে নিয়োজিত। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু ও বিরোধী নেতা জয় রাম ঠাকুর দুর্গত এলাকাগুলি পরিদর্শন করেছেন।