১০১ কোটির মালকিন হেমা মালিনী,গত পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ৩৪.৪৬ কোটি টাকা!
Last Updated:
advertisement
1/5

♦ দেশে-বিদেশে কোথায় কার কী পরিমাণ সম্পত্তি রয়েছে, ভোটে লড়তে গেলে প্রার্থীদের তার খুঁটিনাটি হলফনামা দিয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আসন্ন লোকসভা ভোটে এই নিয়মই কার্যকরী হতে চলেছে।
advertisement
2/5
♦ সেই হলফনামা পেশের পরে দেখা গেল, অভিনেত্রী তথা উত্তরপ্রদেশের মথুরার সাংসদ হেমা মালিনীর সম্পত্তির পরিমাণ প্রায় ১০১ কোটি। গত পাঁচ বছরে তাঁর সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় ৩৪.৪৬ কোটি টাকা।
advertisement
3/5
♦ হলফনামায় যা জানিয়েছেন হেমা ৷ অভিনেত্রীর মোট সম্পত্তি সম্পত্তি ১০১ কোটি টাকা। বাংলো , গয়না, নগদ, সব মিলিয়ে এই পরিমাণ সম্পত্তির অধিকারী তিনি। তাঁর মোট স্থাবর সম্পত্তির মূল্য ৬৬ কোটি টাকা।
advertisement
4/5
♦ সম্পত্তি বৃদ্ধির পরিমাণ! হেমা মালিনীর সম্পত্তি ২০১৩ সাল খেকে ১৪ সাল পর্যন্ত বেড়ে হয়েছে ১৫.৯৩ লাখ টাকা। ২০১৭-১৮ তে তা বাড়ে ১.১৯ কোটি হিসাবে। ২০১৪-১৫ সালে বাড়ে ৩.১২ কোটি, ২০১৫-১৬ তে হাড়ে ১.১৯ কোটি, ২০১৬-১৭ সালে বাড়ে ৪.৩০ কোটি টাকা। তথ্য পেশ করে হেমা মালিনী জানিয়েছেন, তাঁর মোট ঋণের পরিমাণ ৬.৭৫ কোট টাকা, যেখানে তাঁর স্বামী ধর্মেন্দ্রর ঋণের পরিমাণ ৭.৩৭ কোটি টাকা।
advertisement
5/5
♦ শিক্ষাগত ক্ষেত্রের তথ্যে হেমা জানিয়েছেন,ম্যাট্রিকুলেশন পাশ করার পর নাচের তালিম নেন হেমা। এরপর পাশাপাশি পড়াশোনা চালাতে থাকেন। ২০১২ সালে তিনি পিএইচডি ডিগ্রি পান। এছাড়াও তিনি যে পদ্মশ্রী প্রাপক , সে বিষয়েও তিনি হলফনামায় তথ্য় জানিয়েছেন। হেমা জানিয়েছেন জুহুর ভিলে পার্লে তে তাঁর একচি বাংলো আছে। পাশাপাশি, জুহুতে তাঁর কেনা একটি জমিও রয়েছে।