Heavy Winter Forecast in India: ভাঙবে সব রেকর্ড! ধেয়ে আসছে ঘাতক ‘লা নিনা’! তছনছ হবে গোটা দেশ? জানুন আপডেট
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Heavy Winter Forecast in India: এ বার শীত থেকে প্রভাব পড়তে শুরু করবে লা নিনার৷ আর তাতেই পুড়বে গোটা বিশ্ব৷ এমনই আশঙ্কা প্রকাশ আবহাওয়াবিদদের। ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি) সোমবার সতর্ক করেছে, সেপ্টেম্বরে লা নিনার সূত্রপাত শুরু হয়েছে।
advertisement
1/6

এ বার শীত থেকে প্রভাব পড়তে শুরু করবে লা নিনার৷ আর তাতেই পুড়বে গোটা বিশ্ব৷ এমনই আশঙ্কা প্রকাশ আবহাওয়াবিদদের। ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি) সোমবার সতর্ক করেছে, সেপ্টেম্বরে লা নিনার সূত্রপাত শুরু হয়েছে।
advertisement
2/6
সাধারণত বর্ষা ঋতুর শেষের দিকে, লা নিনা তাপমাত্রায় তীব্র হ্রাস দেখে যায়। প্রায়শই লা নিনার কারণে বেশি বৃষ্টিপাত দেখা যায়। যা চরম শীতের সম্ভাবনা প্রকাশ করে।
advertisement
3/6
আবহবিদদের ব্যাকরণে এল নিনো এবং লা নিনা এই দুই পরিস্থিতিই একে অন্যের বিপরীত, তৈরি হয় প্রশান্ত মহাসাগরের বুকে। সাধারণত ‘এল নিনো’ বা ‘লা নিনা’-র প্রভাবে দু’ই প্রকারই চরমভাবাপন্ন আবহাওয়ার মুখে পড়তে হয় পৃথিবীর মানুষকে৷ তাঁদের কখনও পড়তে হয় খরার মুখে, কখনও বা অতিবৃষ্টি বন্যার মুখে, এমনকী সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে দেখা দেয় ঘূর্ণিঝড়ও।
advertisement
4/6
লা নিনা এবং এল নিনো উভয়ই উল্লেখযোগ্য মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় ঘটনা যা সাধারণত এপ্রিল এবং জুনের মধ্যে শুরু হয়, অক্টোবর এবং ফেব্রুয়ারির মধ্যে শক্তি অর্জন করে। যদিও এই ঘটনাগুলি সাধারণত ৯ থেকে ১২ মাসের মধ্যে স্থায়ী হয়, কিন্তু কখনও কখনও দুই বছর পর্যন্ত চলতে পারে।
advertisement
5/6
লা নিনার সূচনা এই ভারসাম্যকে ব্যাহত করে, যা বিশ্বব্যাপী জলবায়ু উপর প্রভাব ফেলে। যদিও এল নিনো প্রশান্ত মহাসাগরে উষ্ণ বায়ু এবং মহাসাগরের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত, যার ফলে সামগ্রিকভাবে তাপমাত্রা বৃদ্ধি হয়, অপরদিকে, লা নিনা সমুদ্র পৃষ্ঠ এবং এর উপরে থাকা বায়ুমণ্ডল উভয়কে ঠান্ডা করে বিপরীত প্রভাবকে প্ররোচিত করে।
advertisement
6/6
লা নিনা সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে, চলতি বছরের শীত বাড়তে পারে অনেকটাই বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। ইতিমধ্যে, IMD-এর চলতি বছরের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুতির উপর জোর দেওয়ার কথা বলেছে।