টানা তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন, অ্যাভালাঞ্চ সতর্কতা জারি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কাশ্মীরের একাধিক জেলায় জারি তুষারধসের সতর্কতা
advertisement
1/5

টানা কয়েকদিনের তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন। জম্মু–কাশ্মীরে সোমবারের পর মঙ্গলবারও ভারী তুষারপাত হয়েছে। চার ফুট পর্যন্ত তুষার জমেছে অনেক এলাকায়। জম্মু–শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়ক এবং মুঘল রোড পুরু তুষারের তলায়
advertisement
2/5
অত্যন্ত কম দৃশ্যমানতার কারণে শ্রীনগর থেকে বিমান পরিষেবাও বন্ধ। ফলে টানা দুদিন সারা দেশের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন উপত্যকা। ৬ নম্বর জাতীয় সড়কের জওহর সুড়ঙ্গ লাগোয়া এলাকা পুরোপুরি ঢেকে গিয়েছে তুষারপাতে। তুষার সাফাই জোরকদমে কাজ চলছে।
advertisement
3/5
শোপিয়ান–রাজৌরি দিয়ে জম্মুর সঙ্গে উপত্যকাকে সংযোগকারী মুঘল রোডে গত কয়েকদিন ধরেই চলছে ভারী তুষারপাত। কুলগাম জেলার বিস্তীর্ণ অংশ প্রায় চার ফুট উঁচু তুষারের নীচে চাপা পড়েছে। ভারী তুষারপাত হয়েছে অনন্তনাগ জেলাতেও। শ্রীনগরে মাঝারি তুষারপাত হলেও সেখানে রাস্তা সাফাই দ্রুত হওয়ায় জনজীবন মোটামুটি স্বাভাবিক।
advertisement
4/5
কাশ্মীরের বান্দিপোরা, বারামুল্লা, কুলগাম, বদগাম, অনন্তনাগ, কুপওয়াড়া এবং গান্দেরবালে তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, বারামুল্লা জেলার ওপরদিকে লেভেল-৩ সতর্কতা জারি করা হয়েছিল। পাশাপাশি কুপওয়ারা, বান্দিপোরা, শোপিয়ান এবং কার্গলি লেভেল-২ সতর্কতা জারি করা হয়।
advertisement
5/5
আগামী ২৪ ঘণ্টা উপত্যকাজুড়ে মাঝারি থেকে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এমনিতেই গত ২১ ডিসেম্বর থেকে কাশ্মীরে চলছে চিল–এ–কালান। অতি শুষ্ক এবং অতি প্রবল শৈত্যপ্রবাহের এই মরশুম চলে টানা ৪০ দিন।