TRENDING:

Heavy Rainfall Alert|| তাপপ্রবাহে পুড়ছে বাংলা! ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণ! কোথায় কোথায় বৃষ্টি হবে? জানুন...

Last Updated:
Weather Update, Heavy rainfall Forecast with thunderstorms: গরমে পুড়ছে দক্ষিণ এবং পশ্চিমের একাধিক জেলায়। এক ফোঁটা বৃষ্টির আশায় চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছে মানুষ। ঠিক এর উল্টো ছবি দেশের দক্ষিণে। সেখানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
advertisement
1/8
তাপপ্রবাহে পুড়ছে বাংলা! ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণ! কোথায় কোথায় বৃষ্টি হবে?
*চৈত্র কেটে বৈশাখেরও অর্ধেক পেরিয়ে গিয়েছে। কিন্তু দেখা নেই কালবৈশাখীর। গরমে পুড়ছে দক্ষিণ এবং পশ্চিমের একাধিক জেলায়। এক ফোঁটা বৃষ্টির আশায় চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছে মানুষ। ঠিক এর উল্টো ছবি দেশের দক্ষিণে। সেখানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। প্রতীকী ছবি। 
advertisement
2/8
*আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল অর্থাৎ বুধবার পর্যন্ত কেরলে ভারী বৃষ্টি চলবে। রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। প্রতীকী ছবি। 
advertisement
3/8
*শ্রীলঙ্কার পার্শ্ববর্তী অংশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে তিরুবনন্তপুরম, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, মালাপ্পুরাম, ওয়্যানাডে ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। প্রতীকী ছবি। 
advertisement
4/8
*তিরুবনন্তপুরম এবং এর্নাকুলাম জেলায় গত শনিবার সর্বাধিক বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫ সেন্টিমিটার। প্রাইভেট আবহাওয়ার এজেন্সির দাবি, এই বৃষ্টি প্রাক বর্ষার।  প্রাক বর্ষায় যেমন পরিস্থিতি থাকে এই মুহূর্তে তেমন পরিস্থিতি রয়েছে কেরলে। প্রতীকী ছবি। 
advertisement
5/8
*ভারত মহাসাগরে ঘূর্ণাবর্তের জেরে কেরলের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলবে।  আগামী ৫ দিন বৃষ্টি হবে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গনায়। ২৭ এবং ২৮ এপ্রিল  বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশে। প্রতীকী ছবি। 
advertisement
6/8
*এ দিকে, বাংলার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে। রবিবার কলকাতায় তাপমাত্রাও ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। প্রতীকী ছবি। 
advertisement
7/8
*কলকাতায় আজও তীব্র গরম ও অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি উপরে। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি ওপরে, ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। প্রতীকী ছবি। 
advertisement
8/8
*পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর ফলে সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে। আগামী ৪-৫ দিন আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷ প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
Heavy Rainfall Alert|| তাপপ্রবাহে পুড়ছে বাংলা! ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণ! কোথায় কোথায় বৃষ্টি হবে? জানুন...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল