IMD Heatwave Alert | Weather Report : জ্বলেপুড়ে শেষ হবে গোটা দেশ! মঙ্গল পর্যন্ত তাপপ্রবাহ, গনগনে লু... পাঁচদিন পরে বৃষ্টি?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Bengal Weather Update| Heatwave Alert: উত্তরবঙ্গেও রীতিমতো বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই মালদহতে ৪০ ছুঁই ছুঁই আর দুই দিনাজপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। | Temperatures have crossed 40 degrees Celsius in several places and are likely to be three to five notches above normal in most parts for the next five days. In Delhi, it was 38.8 degrees Celsius and could touch 40 degrees in the next few days
advertisement
1/9

সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
2/9
স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকবে হিমালয়ের পশ্চিমের রাজ্যগুলিতে৷ দেশের বাকি অংশেও তাপমাত্রা স্বাভাবিকের এক ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
3/9
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ও তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা এবং বিহার ও ঝাড়খণ্ডে শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা।
advertisement
4/9
রাজস্থান এবং উত্তর বাংলাদেশের দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৫ এপ্রিল। এছাড়াও একটি অক্ষরেখা রয়েছে, মধ্য ভারতের বিদর্ভ থেকে কর্নাটক পর্যন্ত যেটি মারাঠাওয়াড়ার উপর দিয়ে গেছে।
advertisement
5/9
কঙ্কন গোয়া এবং মহারাষ্ট্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন এই পরিস্থিতি থাকবে। শনিবার থেকে সোমবারের মধ্যে জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। সামান্য বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশেও। রাজস্থানে রবিবার এবং পাঞ্জাবে সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
6/9
দক্ষিণবঙ্গের ১১ জেলায় ৪০-এর বেশি তাপমাত্রা। পানাগড়ে ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেল পারদ, কলকাতাতে ৪০ ডিগ্রি। সোম-মঙ্গল পুড়বে দক্ষিণবঙ্গ। বুধবার থেকে উত্তরবঙ্গেও তাপপ্রবাহের আশঙ্কা!
advertisement
7/9
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দু' থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আপাতত চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী সোমবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।
advertisement
8/9
উত্তরবঙ্গেও রীতিমতো বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই মালদহে ৪০ ছুঁই ছুঁই আর দুই দিনাজপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে আবহাওয়াবিদদের আশঙ্কা দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে! সেক্ষেত্রে বুধবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
9/9
কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা চার ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ২৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৩ থেকে ৭৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।