TRENDING:

Health News: মৃত্যু নাকি স্বাস্থ্যের ভাঁজে লুকোনো কোনও গূঢ় রহস্য, পেশেন্টের মৃত্যু নিয়ে কাটল বড় জোট

Last Updated:
GBS Syndrome: লোকাল 18-এর সঙ্গে কথোপকথনের সময়ে এই বিষয়ে আরও তথ্য জানান সরকারি মেডিকেল কলেজের ডিন ডা. সঞ্জীব ঠাকুর।
advertisement
1/6
মৃত্যু নাকি স্বাস্থ্যের ভাঁজে লুকোনো কোনও গূঢ় রহস্য, পেশেন্টের মৃত্যু নিয়ে কাটল বড় ঘোট
Gillian Barre Syndrome নামের অসুখটি সম্পর্কে খুব স্বাভাবিক ভাবেই আমাদের পরিচয় থাকার কথা নয়। তবে, এমন অনেক রোগ আছে, যা পরিচিত না হলেও উঠে আসে সংবাদমাধ্যমের শিরোনামে। এবার যেমন পুণের এক ঘটনার সূত্রে এ হেন Gillian Barre Syndrome-এর নাম আমাদের নজরে এসেছে।
advertisement
2/6
পুণেতে Gillian Barre Syndrome (GBS) সংক্রামিত এবং সোলাপুরে মৃত অবস্থায় পাওয়া রোগীর ময়নাতদন্ত সোলাপুর সরকারি হাসপাতালে পরিচালিত হয়েছিল। সোলাপুর সরকারি মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চারজন চিকিৎসক এর ময়নাতদন্ত করেন। ময়নাতদন্তকারী চিকিৎসকরা সন্দেহ করেন যে, এই রোগীর মৃত্যু জিবিএসের কারণে হয়েছে। এই সন্দেহ দূর করতে লাশটি অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে। লোকাল 18-এর সঙ্গে কথোপকথনের সময়ে এই বিষয়ে আরও তথ্য জানান সরকারি মেডিকেল কলেজের ডিন ডা. সঞ্জীব ঠাকুর।
advertisement
3/6
মৃত্যুর প্রাথমিক কারণ Gillian Barre Syndrome -জানা গিয়েছে যে মৃত রোগীর বয়স ৪০ বছর। সমবায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংশ্লিষ্ট রোগীর মৃত্যু হয়। ছত্রপতি শিবাজি মহারাজ সর্বোপচার সরকারি হাসপাতালে দেহের ফরেনসিক মেডিকেল পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট হাসপাতালের দেওয়া চিকিৎসার নথিপত্র দেখে জানা গিয়েছে মৃত্যুর প্রাথমিক কারণ Gillian Barre Syndrome।
advertisement
4/6
পনেরো দিনের মধ্যে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট আসার পর মৃত্যুর চূড়ান্ত কারণ জানা যাবে বলে জানান ডাক্তার। আট দিনের মধ্যে সমস্ত পরীক্ষার রিপোর্টের পাওয়া যাবে। তারপরে জিবিএসের কারণে মৃত্যু হয়েছে কি না তা নির্ধারণ করা যাবে। তবে প্রাথমিক দৃষ্টিকোণ থেকে Gillian Barre Syndrome-কেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে।
advertisement
5/6
খোলা খাবার এবং বাসি খাবার এড়িয়ে চলতে হবে -ডা. সঞ্জীব ঠাকুর বলেন যে, খোলা জায়গায় রাখা খাবার এবং বাসি খাবার এড়িয়ে চলতে হবে। কারও যদি পেটের কোনও সমস্যা হয় বা হাত ও পায়ে দুর্বলতা অনুভব করে, তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। কোনও সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এই নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই বলেও জানান তিনি।
advertisement
6/6
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, Gillian Barre Syndrome রোগ ইমিউন সিস্টেম স্নায়ুকে আক্রমণ করে, যার ফলে দুর্বলতা, খিঁচুনি এবং পক্ষাঘাত হতে পারে। যদি আমরা এর চিকিৎসা সম্পর্কে কথা বলি, তাহলে প্লাজমা বিনিময়, ইমিউনোগ্লোবুলিন থেরাপি এবং ফিজিওথেরাপি ইত্যাদির সাহায্যে রোগীকে সুস্থ করে তোলার বিধান রয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Health News: মৃত্যু নাকি স্বাস্থ্যের ভাঁজে লুকোনো কোনও গূঢ় রহস্য, পেশেন্টের মৃত্যু নিয়ে কাটল বড় জোট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল