Kshama Bindu Sologamy Marriage Anniversary : নিজের মাথায় সিঁদুর পরিয়ে নিজেকেই বিয়ে করেছিলেন, এবার বিবাহবার্ষিকী পালন করছেন যুবতী! দেখুন ছবি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kshama Bindu Sologamy Marriage Anniversary : নিজের সঙ্গে মহা আনন্দে দেশের একাধিক রাজ্যে সময় কাটিয়েছেন ক্ষমা। কখনও সমুদ্র, কখনও পাহাড়, কখনও আবার জমজমাট শহর।
advertisement
1/6

‘সোলোগ্যামি’ (Sologamy) বা স্ব-বিবাহ। নিজের প্রেমে বুঁদ। নিজেকেই নিজের সঙ্গী হিসেবে চিহ্নিত করেছেন গুজরাতের ভাদোদরার যুবতী ক্ষমা বিন্দু। একেবারে ভিন্ন পথে এগিয়ে নিজেকেই নিজে বিয়ে করেছিলেন তিনি।
advertisement
2/6
গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিলেন এই সিদ্ধান্তে। এবার স্ব-বিবাহের বর্ষপূর্তি। এক বছরের বিবাহবার্ষিকীতে নিজেকে শুভেচ্ছা জানালেন যুবতী। প্রায় ২৫ বছরের কন্যা নিজেকেই একটি ভিডিও উপহার দিলেন ইনস্টাগ্রামে।
advertisement
3/6
গুজরাতে দেশের প্রথম স্ববিবাহ বা সোলোগ্যামি দেখেছিল দেশবাসী। এবার সেই গাঁটছড়ার বিবাহবার্ষিকীও দেখল। কোনও পুরোহিত ছিলেন না বিয়ে দেওয়ার জন্য। ক্ষমার স্ববিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ, মেহেন্দি সব রীতিই পালন করা হয়েছিল।
advertisement
4/6
মেহেন্দিতে হবু বরের নাম লেখার প্রচলনের কথা মাথায় রেখে হাতে নিজের কথা লিখেছেন, ‘একটি মেয়ে, যে চেষ্টা করে যায়।’ নিজের সিঁথিতে নিজেই সিঁদুর পরিয়েছিলেন। নিজের গলায় মঙ্গলসূত্র পরিয়ে বরমালাও পরেছিলেন। সাতপাক ঘুরেছিলেন নিজের সঙ্গেই।
advertisement
5/6
ভিডিও শেয়ার করে ক্ষমা লেখেন, ‘শুভ প্রথম বার্ষিকী।’ কেউ কেউ মন্তব্য বাক্সে কটাক্ষ, নিন্দায় ভরিয়ে তুলেছেন, কেউ আবার ভালবাসা জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এই এক বছরের মধ্যে তিনি যে একাধিক বার কলকাতা ঘুরে গিয়েছেন, তার প্রমাণও আছে।
advertisement
6/6
নিজের সঙ্গে মহা আনন্দে দেশের একাধিক রাজ্যে সময় কাটিয়েছেন ক্ষমা। কখনও সমুদ্র, কখনও পাহাড়, কখনও আবার জমজমাট শহর। ‘একা’ নন তিনি। নিজেকে সঙ্গী বানিয়ে সুখে আছেন বিবাহিত ক্ষমা। সে কথাই বারবার প্রমাণ দিলেন যুবতী।