তামিলনাড়ু কাঁপিয়ে পশ্চিমবঙ্গ তছনছ করতে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গাজা !
Last Updated:
advertisement
1/10

তামিলনাড়ু কাঁপিয়ে বাংলার পথে অগ্রসর হতে চলেছে গাজা !
advertisement
2/10
ইতিমধ্যেই কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে গাজার প্রভাবে ৷ ঘণ্টায় ১২০ কিমি বেগে ঝড় ৷ লন্ডভন্ড গোটা শহর ৷
advertisement
3/10
ভয়ঙ্কর ঝড়ের দাপটে তছনছ পুডুচেরি, কেরল, করাইক্কলের বিস্তীর্ণ এলাকা বিপন্ন হয়েছে ৷
advertisement
4/10
ত্রাণ সামগ্রী, প্রাথমিক চিকিৎসা, ৮১,৯৪৮ জন মানুষকে ৪৭১টি ত্রাণ শিবিরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
advertisement
5/10
কুড্ডালোর, নাগাপাট্টানিয়ম, পুডুকোট্টাই, উপোসরোভুর, রামানাথপূরম ও তিরুভরুরের বিস্তৃত এলাকা শূন্য করা হয়েছে ৷ বিপর্যস্ত জনজীবন ৷
advertisement
6/10
নীচু এলাকায় জল দাঁড়িয়েছে, বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি বিপন্ন হয়েছে ৷ স্কুল কলেজের ছুটি ঘোষণা করেছে প্রশাসন ৷
advertisement
7/10
কুড্ডালোর, নাগাপাট্টানিয়ম, পুডুকোট্টাই, উপোসরোভুর, রামানাথপূরম ও তিরুভরুরে ত্রাণ কেন্দ্র নির্মাণ হয়েছে ৷
advertisement
8/10
তবে এখানেই শান্ত নয় ৷ গাজা এবার পশ্চিমবঙ্গের পথে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসলীলা করতে আসছে গাজা !
advertisement
9/10
গাজার ভয়ঙ্কর রূপ দক্ষিণের বাকি রাজ্যগুলিতেও দেখা যেতে পারে ৷
advertisement
10/10
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আবহাওযার বৈপরিত্তের কারণেই ঘম ঘন নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে ৷