advertisement
1/4

ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএসের ভুলের মাশুল দিতে হবে সরকারি কর্মচারিদের ৷ সরকারি নিয়মের অন্তর্গত চাকরি ছাড়ার পর থেকেই অবসর ভাতা পেয়ে থাকেন যা পেনশন বলে আমরা জানি ৷ পেনশন নিয়মের অনেক অনিয়ম দেখার পর সরকার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/4
PFRDA বা পেনশন রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার আশিস কুমার সমস্ত সরকারি বিভাগকে একটি চিঠি লিখে জানিয়েছেন ৷ প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রন বা পার্মান্যান্ট অ্যাকাউন্ট নম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাজে যোগ ও অবসরের মধ্যে বিবরণ পরিষ্কার করে লেখা নেই ৷ যা অত্যন্ত চিন্তার বিষয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/4
এর ফলেই কমে যেতে পারে সরকারি কর্মীদের পেনশনের পরিমাণ ৷ এনপিএস এর পার্মান্যন্ট অ্যাকাউন্ট নম্বর জেনারেট করতে দেরি হলে আস্তে আস্তে সব কিছুই দেরি হবে ৷ এরফলে এনপিএস স্কিমের কর্মীদের অবসরের পরে সমস্ত নিয়ম কানুন সম্পন্ন করলে আখেরে ক্ষতি হবে সবারই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/4
পিএফআরডিএ এই সমস্যার কথা মাথায় রেখে সমস্ত কর্মীদের অনলাইন প্রন নম্বর জেনারেট করার পরামর্শ দিয়েছেন ৷ ম্যানুয়েলি আবেদনপত্র পূরণ করলে লেগে যায় অনেক সময় ৷ সেখানেই অনলাইন আবেদনপত্র পূরণ করা উচিত ৷ ছবি সংগৃহীত ৷