Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল তিনটি কামরা, এলাকায় বিরাট চাঞ্চল্য
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train derailed: ফের ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল দেশে। দিল্লি-মুম্বই রুটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি।
advertisement
1/5

ফের ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল দেশে। দিল্লি-মুম্বই রুটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি। প্রতীকী ছবি।
advertisement
2/5
যাওয়ার পথে হঠাৎই বেলাইন হয়ে যায় মালগাড়ির তিনটি কামরা। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি পেট্রলিয়ামজাত পণ্য বহন করছিল বলে জানা গিয়েছে। প্রতীকী ছবি।
advertisement
3/5
সেই সময় ট্রেনটি রাজকোট থেকে ভোপালের কাছে বাকানিয়া-ভৌরির দিকে যাচ্ছিল। হঠাৎ রতলম স্টেশন থেকে এক কিমি দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। প্রতীকী ছবি।
advertisement
4/5
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রতলম বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজনিশ কুমার এই ঘটনার তদন্তের নির্দশ দিয়েছেন। প্রতীকী ছবি।
advertisement
5/5
দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রায় ১৪-১৫টি ট্রেনের যাত্রাপথ ক্ষতিগ্রস্ত হয় এর দ্বারা। অনেক ট্রেন লেট করে। যদিও শেষ পর্যন্ত রেলের তৎপরতায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রতীকী ছবি।