Indian Railways: লম্বা লাইনে দাঁড়িয়ে ভোগান্তির দিন শেষ! ঘরে বসে বসেই ফোনে চলে আসবে জেনারেল টিকিট, কী ভাবে? না জানলে আপনারই ক্ষতি
- Published by:Sayani Rana
Last Updated:
ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে জেনারেলের টিকিট কাটা যেন বড় একটা লড়াই৷ ট্রেন ছাড়ার বহু আগে থেকেই দীর্ঘ লাইন পড়ে যায়৷ কিন্তু, আপনি জানেন কি, লাইনে না দাঁড়িয়েই অতি সহজে জেনারেল টিকিট কেটে ফেলতে পারবেন আপনি৷
advertisement
1/6

ট্রেনে দূরযাত্রা করতে হলে কনফার্মড টিকিট পাওয়া একটা ভয়ঙ্কর চিন্তার বিষয়৷ সাধারণত এসি বা স্লিপার ক্লাসের কনফার্মড টিকিট পেতে আমরা ১-২ মাস আগেই টিকিট কেটে রাখি৷ কিন্তু, অনেক সময় আমাদের দেরিতে প্ল্যান হয়, বা হঠাৎ করে কোথাও যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে৷ সেক্ষেত্রে, জেনারেল টিকিটের উপরেই ভরসা রাখতে হয় আমাদের৷
advertisement
2/6
কিন্তু, ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে জেনারেলের টিকিট কাটা যেন বড় একটা লড়াই৷ ট্রেন ছাড়ার বহু আগে থেকেই দীর্ঘ লাইন পড়ে যায়৷ কিন্তু, আপনি জানেন কি, লাইনে না দাঁড়িয়েই অতি সহজে জেনারেল টিকিট কেটে ফেলতে পারবেন আপনি৷ ইউটিএস অ্যাপ-এর সাহায্যে মোবাইল ফোন থেকেই কাটা যাবে এই টিকিট। কী ভাবে বুক করবেন, জানানো হল ধাপে ধাপে। (নিউজ 18)
advertisement
3/6
প্রথমত, গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ইউটিএস অ্যাপটি ডাউনলোড করুন। এর পরে সেখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যাকাউন্ট তৈরি করার পরে, আবার ইউটিএস অ্যাপে লগ ইন করুন। দেখবেন আপনার সামনে একটি পেজ খুলবে, যেখানে আপনি কোথা থেকে কোথাকার টিকিট কাটতে চান, তা জানতে চাওয়া হবে। এর মাধ্যমে কাগজবিহীন (ই-টিকিট) এবং কাগজের টিকিট কাটার বিকল্পও বেছে নেওয়া যাবে। (UTS)
advertisement
4/6
যাত্রা শুরুর স্টেশনের নাম লিখতে গেলে, আপনার সামনে একাধিক বিকল্প আসবে৷ সেখান থেকে আপনার যাত্রা শুরুর স্টেশনের নাম বেছে নিন৷ এবার গন্তব্য স্টেশনের জায়গায় গিয়েও একাধিক রুট বিকল্পের মধ্যে থেকে আপনার গন্তব্য স্টেশনটি বেছে নিন৷ (UTS)
advertisement
5/6
টিকিটের পেমেন্ট দেওয়ার জন্য Rwallet ব্যবহার করতে পারেন। আপনি যদি সরাসরি অর্থপ্রদান করতে চান তবে আপনি Rwallet এর পরিবর্তে অন্যান্য অর্থপ্রদানের বিকল্প বেছে নিতে পারেন। এতে আপনি ক্রেডিট, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই (জি পে, ফোন পে) বেছে নিতে পারেন। (UTS)
advertisement
6/6
যে কোনও পদ্ধতিতে, টিকিটের ভাড়া দিয়ে দিলেন আপনার স্ক্রিনে টিকিট ভেসে উঠবে৷ ই-টিকিট বিকল্প বেছে নিলে সেটা ফোনেই পেয়ে যাবেন, কাগজের টিকিট হাতে পেতে চাইলে নির্দিষ্ট কিয়স্ক থেকে তা সংগ্রহ করে নিলেনই হবে। সবচেয়ে মজার ব্যাপার, এই জেনারেল টিকিট কাটার জন্য আপনাকে কোনও লাইনে দাঁড়াতে হবে না৷ (UTS)