TRENDING:

Ganga Dussehra 2021: ভিড় এড়ানোর নির্দেশ থাকলেও পুণ্য স্নানে ভক্তদের সমাগম হরিদ্বারে

Last Updated:
দেশে করোনার দ্বিতীয় ঢেউ (coronavirus second wave) আছড়ে পড়ার পিছনে কুম্ভ মেলার ভিড় অন্যতম কারণ হিসেবে উঠে এসেছিল৷ আবার সেই গঙ্গা দশহরায় (Ganga Dussehra) হরিদ্বারে স্নানের জন্য ভিড়ের ছবি আতঙ্ক তৈরি করছে৷
advertisement
1/7
Ganga Dussehra: ভিড় এড়ানোর নির্দেশ থাকলেও পুণ্য স্নানে ভক্তদের সমাগম হরিদ্বারে
•গঙ্গা দশহরায় (Ganga Dussehra 2021) পুণ্য স্নানের জন্য হরিদ্বারের হর-কি-পৌরি ঘাটে ভিড় করছেন ভক্তরা৷ যদিও বাইরের রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের থামিয়ে দেওয়া হচ্ছে সীমান্তেই৷
advertisement
2/7
•যদিও বহু ভক্ত গঙ্গায় (হর কি পৌরি) ডুব দিয়ে পুণ্য স্নানের জন্য আর্জি রাখছে পুলিশের কাছে৷ এর ফলে সামাজিক দূরত্ব শিকেয় উঠছে৷ মানুষের ভিড় বাড়ছে৷
advertisement
3/7
•দেবী গঙ্গা এই পুণ্য তিথিতে মর্তে আবির্ভূত হন৷ এমনই কথিত রয়েছে৷ সেই উপলক্ষ্যে পালিত হয় গঙ্গা দশহরা৷ তাই এই বিশেষ দিনে গঙ্গা স্নানের মাধ্যমে পুণ্য অর্জন করেন ভক্তরা৷ তবে এবছর করোনার কারণে প্রতীকী স্নানের নির্দেশ দেওয়া হয়েছিল৷ অন্যান্য রাজ্য থেকেও হরিদ্বারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়৷
advertisement
4/7
•করোনা পরীক্ষার ফল নেতিবাচক বা নেগেটিভ এলেই মিলবে প্রবেশের অনুমতি৷ গঙ্গা স্নানের ৭২ ঘণ্টা আগে করতে হলে RTPCR টেস্ট৷ সেই রিপোর্ট নিয়ে আসা যাবে হরিদ্বার৷ বহু ভক্ত আসছেন হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান থেকে৷ তবে করোনা কার্ফু জারি করা হয়েছে, যা চলবে ২২ জুন পর্যন্ত৷
advertisement
5/7
•হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান থেকে৷ তবে করোনা কার্ফু জারি করা হয়েছে, যা চলবে ২২ জুন পর্যন্ত৷
advertisement
6/7
•তা সত্ত্বেও জমায়ত শুরু হয়েছে এবং গঙ্গায় ডুব দিচ্ছেন বহু মানুষ৷ এই ভিড় আটকাতে পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে৷ কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিচ্ছে প্রশাসন৷ থাকছে পুলিশি প্রহরাও৷ নিয়ম মেনে পুজো সেরেই বাড়ি ফেরার ঘোষণা করা হচ্ছে৷
advertisement
7/7
•শুধু গঙ্গা দশহরা নয়, ২১ জুন নির্জালা একাদশীতেও বন্ধ রাখা হবে ঘাটগুলি৷ এমনই ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ৷
বাংলা খবর/ছবি/দেশ/
Ganga Dussehra 2021: ভিড় এড়ানোর নির্দেশ থাকলেও পুণ্য স্নানে ভক্তদের সমাগম হরিদ্বারে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল