TRENDING:

G20 Summit 2023: জি২০-র সদস্য দেশ কারা? আর কাদেরই বা আমন্ত্রণ জানানো হয়েছে? রইল এই শীর্ষ সম্মেলনের নানা খুঁটিনাটি

Last Updated:
G20 Summit 2023: ২০ শীর্ষ সম্মেলন বার্ষিক ভাবে হয়ে থাকে। সরকার অথবা রাষ্ট্রের প্রধান, অর্থ মন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা যোগ দেন এই সম্মেলনে। চলতি বছর এই সম্মেলনের আয়োজন করেছে ভারত।
advertisement
1/17
জি২০-র সদস্য দেশ কারা? আর কাদেরই বা আমন্ত্রণ জানানো হয়েছে? রইল খুঁটিনাটি
শুরু হতে চলেছে জি২০ বা গ্রুপ অফ টোয়েন্টি। জি২০ হল একটা আন্তঃসরকারি প্রতিষ্ঠান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ১৯টি দেশ মিলিয়ে গঠিত হয়েছে এই গ্রুপ অফ টোয়েন্টি। বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জি২০। আর বিশ্বব্যাপী সেই আর্থিক সঙ্কটের মোকাবিলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রতিষ্ঠান। বিশ্বের বৃহত্তম অর্থনীতির বেশ কয়েকটি অর্থ মন্ত্রক এর অন্তর্ভুক্ত। যা বিশ্বব্যাপী জিডিপি-র প্রায় ৮০ শতাংশ, আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।
advertisement
2/17
জি২০ শীর্ষ সম্মেলন বার্ষিক ভাবে হয়ে থাকে। সরকার অথবা রাষ্ট্রের প্রধান, অর্থ মন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা যোগ দেন এই সম্মেলনে। চলতি বছর এই সম্মেলনের আয়োজন করেছে ভারত।
advertisement
3/17
ভারতের জি২০ প্রেসিডেন্সি থিম হল ‘বসুধৈব কুটুম্বকম’। মহা উপনিষদ অনুযায়ী, এর অর্থ হল এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। এই প্রতিবেদনে আজ আমরা জি২০ শীর্ষ সম্মেলন ২০২৩-এর সদস্য দেশ, রাষ্ট্রনেতা, সময়সীমা এবং কর্মসূচি প্রসঙ্গে কথা বলব।
advertisement
4/17
জি২০ শীর্ষ সম্মেলন ২০২৩: সময় এবং স্থান ৯ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে নয়াদিল্লির প্রগতি ময়দানে। যা বর্তমানে ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল একজিবিশন-কনভেনশন সেন্টার (আইইসিসি) নামে পরিচিত।
advertisement
5/17
জি২০ শীর্ষ সম্মেলন ২০২৩: সদস্য দেশ এবং যেসব নেতারা উপস্থিত থাকেন ভারত - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (হোস্ট) আর্জেন্টিনা - প্রেসিডেন্ট অ্যালবার্টো ফার্নান্ডেজ অস্ট্রেলিয়া - প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ
advertisement
6/17
ব্রাজিল - প্রেসিডেন্ট ল্যুই ইনাসিও লুলা দা সিলভা কানাডা - প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চিন - প্রেসিডেন্ট শি জিনপিং ফ্রান্স - প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ
advertisement
7/17
জার্মানি - চ্যান্সেলর ওলাফ শল্টস ইন্দোনেশিয়া - প্রেসিডেন্ট জোকো উইডোডো ইতালি - প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জাপান - প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
advertisement
8/17
মেক্সিকো - প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্র্যাডর রাশিয়া- প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরব - রাজা সলমন বিন আবদুলাজিজ আল সৌদ দক্ষিণ আফ্রিকা - প্রেসিডেন্ট সিরিল রামাফোসা
advertisement
9/17
দক্ষিণ কোরিয়া - প্রেসিডেন্ট ইয়ুন সক-ইয়ল তুরস্ক - প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এরদোগান ব্রিটেন - প্রধানমন্ত্রী ঋষি সুনক
advertisement
10/17
মার্কিন যুক্তরাষ্ট্র - প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় ইউনিয়ন - ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন
advertisement
11/17
ইউরোপীয় ইউনিয়ন - ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল জি২০ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে ২০২২ সালে। এখনও পর্যন্ত ৫০টি শহরে দুশোটিরও বেশি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এবারের জি২০ শীর্ষ সম্মেলনে কোন কোন দেশ এবং কোন কোন নেতারা উপস্থিত থাকবেন, রইল তার তালিকা।
advertisement
12/17
জি২০ শীর্ষ সম্মেলন ২০২৩: অতিথি দেশ এবং নেতারা এই সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য ১১টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। রইল সেই সব দেশের তালিকা: বাংলাদেশ - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
advertisement
13/17
কোমোরোস - প্রেসিডেন্ট আজালি অ্যাসৌমানি মিশর - প্রেসিডেন্ট আবদেল ফত্তাহ এল-সিসি মরিশাস - প্রধানমন্ত্রী প্রভিন্দ জগনাথ নেদারল্যান্ডস - প্রধানমন্ত্রী মার্ক রুতো
advertisement
14/17
নাইজেরিয়া - প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু ওমান - সুলতান হাইথাম বিন তারিক রোয়ান্ডা - প্রেসিডেন্ট পল কাগামে সিঙ্গাপুর - প্রধানমন্ত্রী লি সিয়েন লুং স্পেন - প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ
advertisement
15/17
সংযুক্ত আরব আমিরশাহি - প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েজ আল নাহয়ান এর পাশাপাশি, এই সব নিয়মিত আন্তর্জাতিক সংস্থাগুলিকেও উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ভারত: রাষ্ট্রপুঞ্জ (ইউএন) আইএমএফ (ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড)
advertisement
16/17
ডব্লিউবি (ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন) আইএলও (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন) ফিনান্সিয়াল স্টেবিলিটি বোর্ড
advertisement
17/17
C
বাংলা খবর/ছবি/দেশ/
G20 Summit 2023: জি২০-র সদস্য দেশ কারা? আর কাদেরই বা আমন্ত্রণ জানানো হয়েছে? রইল এই শীর্ষ সম্মেলনের নানা খুঁটিনাটি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল