প্রেমিককে খুনের পর ঘি-মদ ঢেলে জ্বালিয়ে দিলেন ফরেনসিক ছাত্রী! দিল্লির ঘটনায় শিউরে উঠবেন আপনিও!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
advertisement
1/5

ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
advertisement
2/5
তেল, ঘি, এমনকি মদ ঢেলে দেহে আগুন ধরিয়ে দেন। ভেবেছিলেন, পুলিশের হাতে ধরা পড়বেন না। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়লেন। দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার্থী এক যুবকের হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে, তিন সপ্তাহের তদন্তের পর অবশেষে গ্রেফতার ২১ বছরের প্রেমিকা ও তাঁর প্রাক্তন প্রেমিক এবং তাঁর এক বন্ধু।
advertisement
3/5
চলতি মাসের শুরুর দিকে দিল্লির গান্ধী বিহারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৩২ বছরের রামকেশ মীনার দেহ। জানা গেছে, রামকেশ ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাঁর প্রেমিকা অমৃতা চৌহানের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন।
advertisement
4/5
অমৃতা ফরেনসিক সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী— আর সেই পড়াশোনার জ্ঞানই ব্যবহার করেন প্রেমিকের দেহ লোপাটে।
advertisement
5/5
পুলিশের তদন্তে আরও বেরিয়ে এসেছে, অমৃতাকে এই কাজে সাহায্য করেছিল তাঁর প্রাক্তন প্রেমিক সুমিত কাশ্যপ এবং সন্দীপ কুমার নামে আরও এক যুবক। দিল্লি পুলিশ ইতিমধ্যেই তিনজনকেই গ্রেফতার করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।