TRENDING:

বন্ধুর ষড়যন্ত্র! পাকিস্তান জিতে গেল এখানেই! ইতিহাসে প্রথমবার হারল ভারত, কী হারালাম আমরা? কী জিতল আমাদের প্রতিবেশী?

Last Updated:
Pakistan won the race against India: এই প্রথমবার, ভারতের এক "বন্ধুর" বিশ্বাসঘাতকতায়, পাকিস্তান পেল এক ঐতিহাসিক সুযোগ—আর সেখানেই এগিয়ে গেল তারা। কী ভাবে?
advertisement
1/11
পাকিস্তান জিতে গেল ভারতের বিরুদ্ধে! ইতিহাসে প্রথমবার হেরেছে ভারত, কী হারালাম আমরা?
স্বাধীনতা লাভের পর থেকে বহুবার পাকিস্তান চেষ্টা করেছে ভারতকে হারাতে, অপদস্থ করতে—কিন্তু সফল হয়নি কখনওই। তবে এই প্রথমবার, ভারতের এক "বন্ধুর" বিশ্বাসঘাতকতায়, পাকিস্তান পেল এক ঐতিহাসিক সুযোগ—আর সেখানেই এগিয়ে গেল তারা।
advertisement
2/11
ভারতকে পাশে নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ট্রাম্পই এবার মোড় ঘুরিয়ে দিলেন। ভারতের সঙ্গে চলতে থাকা বাণিজ্য আলোচনার মাঝেই তিনি পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত করলেন ট্রেড ও অয়েল ডিল।
advertisement
3/11
সম্প্রতি 'অপারেশন সিঁদুর'-এ ভারতের কূটনৈতিক সাফল্যের পর রীতিমতো চটেছিল পাকিস্তান। খুঁজছিল পাল্টা সুযোগ। সেই সুযোগটাই করে দিলেন ট্রাম্প। আমেরিকার ট্যারিফ যুদ্ধ চলাকালীন পাকিস্তানকে ভারতের চেয়ে বেশি সুবিধা দিয়ে পাকিস্তানকে দিলেন এক প্রতীকী জয়।
advertisement
4/11
৯ এপ্রিল প্রথম দফায় ট্যারিফ ঘোষণায় ভারতের ওপর ২৫% আর পাকিস্তানের ওপর ২৯% শুল্ক বসানো হয়েছিল। কিন্তু দু’বার সময়সীমা বাড়ানোর পর ১ আগস্ট থেকে যে চূড়ান্ত হার কার্যকর হয়েছে, তাতে ভারতের ওপর শুল্ক থাকল আগের মতোই ২৫%, কিন্তু পাকিস্তানের হার কমিয়ে আনা হয়েছে ১৯%-এ! অর্থাৎ, এবার ট্যারিফ রেসে ভারতকে পেছনে ফেলেছে পাকিস্তান।
advertisement
5/11
তবে এখানেই শেষ নয়। ট্রাম্প শুধু বাণিজ্য সুবিধাই নয়, অয়েল ও গ্যাস অনুসন্ধানে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন পাকিস্তানকে। এমনকি বলেই ফেলেছেন, “একদিন হয়তো পাকিস্তান ভারতকেও তেল রফতানি করবে।” ট্রাম্পের এই মন্তব্যে বেজায় খুশি পাকিস্তান। মিডিয়ায় তারা গর্বের সঙ্গে এই বিষয়টি প্রচার করছে।
advertisement
6/11
পাকিস্তানের সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের উপকূলবর্তী অঞ্চলে বিপুল অয়েল ও গ্যাস রিজার্ভ পাওয়া গেছে—যা নাকি বিশ্বের শীর্ষ ৫-এ থাকবে!
advertisement
7/11
কিন্তু বাস্তবে ভারতের মজুত রিজার্ভ পাকিস্তানের চেয়ে ঢের বেশি। ভারতের তেল মজুত প্রায় ৪.৮ বিলিয়ন ব্যারেল, আর প্রাকৃতিক গ্যাস ১,১৪৯ বিলিয়ন কিউবিক মিটার। পাকিস্তানের সম্ভাব্য উৎপাদন তাদের মোট চাহিদার মাত্র ১৫-১৮% তেল আর ৬০% গ্যাস পূরণ করতে পারবে বলে ধারণা।
advertisement
8/11
তবুও, এই খবরে আমেরিকার নজর পড়েছে পাকিস্তানে, আর সেখান থেকেই শুরু হয়েছে এই “ভালবাসা”। হঠাৎ পাকিস্তানের প্রতি এই অনুরাগ কেন?
advertisement
9/11
এই আকস্মিক সখ্যের পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, ট্রাম্প চান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে, যা পাকিস্তান মেনে নিলেও ভারত বরাবরই বিরোধিতা করেছে।
advertisement
10/11
দ্বিতীয়ত, ট্রাম্পের পরিবারের কোম্পানির সঙ্গে পাকিস্তানের ১৭ বিলিয়ন ডলারের একটি ক্রিপ্টো চুক্তি হয়েছে—যা তাঁকে পাকিস্তানঘেঁষা করে তুলেছে। আর তৃতীয়ত, এখনকার তেল ও গ্যাস চুক্তি, যা পাকিস্তানকে দিল এক কূটনৈতিক জয়।
advertisement
11/11
ভারতের সঙ্গে এখনও আলোচনা চলছে। হয়তো পরবর্তী পর্যায়ে ট্যারিফে কিছুটা ছাড় পাবে ভারতও। তবে আপাতত মার্কিন-মুলুকে বাণিজ্য এবং ভূরাজনীতির রেসে এই প্রথম পাকিস্তান এগিয়ে গেল ভারতের থেকে, তাও আবার একদা মিত্রের প্রতারণায়! একটাই প্রশ্ন—বন্ধুত্বে বিশ্বাস রাখলে কি বারবার বিশ্বাসঘাতকতাই জোটে? 
বাংলা খবর/ছবি/দেশ/
বন্ধুর ষড়যন্ত্র! পাকিস্তান জিতে গেল এখানেই! ইতিহাসে প্রথমবার হারল ভারত, কী হারালাম আমরা? কী জিতল আমাদের প্রতিবেশী?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল