Fireman Saves Baby Girl: জানলায় আটকে মাথা, গোটা শরীর ঝুলছে! ৪ বছরের শিশুকে অলৌকিকভাবে উদ্ধার ফায়ারম্যানের, জানুন সেই হাড়হিম করা ঘটনাটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Fireman Saves Baby Girl: পুনের কাত্রাজে এক মা বড় মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে ছোট মেয়েকে একা ফ্ল্যাটে রেখে যান, সেই সময় ৪ বছরের মেয়েটি জানালায় ঝুলে পড়ে, তারপর কী হল? জানুন পুরো ঘটনাটি...
advertisement
1/7

পুনেতে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে৷ কপাল ভাল ফায়ারম্যান সঠিক সময় এসে পড়েছিলেন, না হলে যে কী হত!
advertisement
2/7
কাত্রাজ এলাকায় একটি চার বছরের শিশুকে এক চুলের জন্য প্রাণে বাঁচানো গেল৷ সে জানালার গ্রিল দিয়ে বেরোতে গিয়ে আটকে যায়। এই ঘটনাটি যখন হয়েছে, সেই সময় তার মা বাড়িতে ছিল না৷ সে বড় মেয়েকে স্কুলে পৌঁছে দিতে বাইরে গিয়েছিল৷ এই গোটা সময়টা ছোট মেয়েটি ঘরে একলা ছিল। সেই সময়ই কাণ্ডটি ঘটায় সে৷ Representative image
advertisement
3/7
শিশুটি নিজের শোবার ঘরে খেলছিল, তখন সে জানালায় উঠে পড়ে এবং গ্রিলের ফাঁক দিয়ে বাইরে ঝুলে পড়ে। দমকলকর্মী চবন, যিনি ওই একই আবাসনে থাকেন এবং শিশুটিকে উদ্ধার করেন৷ ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি যা বললেন, তা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য৷
advertisement
4/7
মেয়েটির মাথা জানালার গ্রিলের মধ্যে আটকে গিয়েছিল এবং শরীরটা বাইরে ঝুলছিল। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে ঘটনার কথা জানাতে গিয়ে বলছিলেন, “মাথা আটকে থাকায় ও বেঁচে গিয়েছে৷ কিন্তু ওই সময় অসম্ভব ব্যথার কারণে মেয়েটি চিৎকারও করছিল খুব।”
advertisement
5/7
বিষয়টি চোখে যায় এক আবাসিকের৷ নিচতলা থেকে মেয়েটিকে ঝুলতে দেখে চিৎকার করে বলেন, “বাচ্চি গির রাহি হ্যায় (মেয়েটি পড়ে যাচ্ছে),” যার ফলে সবাই বিষয়টির প্রতি সচেতন হয়। চবন, যিনি সেদিন সাপ্তাহিক ছুটিতে ছিলেন এবং তখন চা খাচ্ছিলেন, চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন।
advertisement
6/7
তিনি বলেন, “দমকলের প্রশিক্ষণের জন্য আমি ঠিক কী করতে হবে তা জানতাম। আমি দৌড়ে বিল্ডিংয়ের দিকে যাই, মেয়েটির মাকে দেখতে পেয়েই তার কাছ থেকে চাবি নিই এবং ওপরের ফ্ল্যাটে গিয়ে দরজা খুলে মেয়েটিকে গ্রিল থেকে বের করে আনি।”
advertisement
7/7
চবনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও পেশাগত দক্ষতার জন্যই মেয়েটির জীবন বেঁচে যায়। এই ঘটনা শিশুদের নিরাপত্তা ও একা রেখে যাওয়ার ঝুঁকি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।