১৫ জন রূপান্তরকামীর গণবিবাহের আয়োজন করল এই রাজ্য, দেশে এই প্রথম
Last Updated:
advertisement
1/4

• এ যেন স্বীকৃতির লড়াই ৷ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই ৷ সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতেই এ দেশে প্রথমবার আয়োজিত হল গণবিবাহের অনুষ্ঠান ৷
advertisement
2/4
• শনিবার ছত্তিশগড়ের রায়পুরে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে হিন্দু রীতি মেনেই বিয়ে হল ১৫ জন রূপান্তকামীর ৷ আইন, সমাজ, লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে জয় পেল ভালবাসা ৷
advertisement
3/4
• গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গড়ের মেয়র মধু কিন্নর ৷ যিনি নিজেও একজন রূপান্তকামী ৷ ছত্তিশগড় সরকার এমন একটি পদক্ষেপ নেওয়ায় খুব খুশি মধু ৷ তবে এমন উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল বলে জানান তিনি ৷
advertisement
4/4
• রায়পুরের রূপান্তরকামী সমাজকর্মী বিদ্যা রাজপুত এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ৷ ছত্তিশগড়ের বাইরে থেকেও তৃতীয় লিঙ্গের মানুষরা এসে ছিলেন এই অনুষ্ঠানে ৷