Fact Check India Bangladesh tensions: ভেঙে পড়েছে ভারতের সুখোই, ধরা পড়েছেন ভারতীয় পাইলট! সত্যি ঘটনা কী? জানাল ভারত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Fact check India Pakistan tensions: পাকিস্তানের আক্রমণে নাকি ভেঙে পড়েছে সুখোই ৩০এমকেআই, জীবিত ধরা পড়েছে সুখোইয়ের পাইলট। পাকিস্তানরপন্থীদের একাংশ সমাজমাধ্যমে প্রচার করছে এই তথ্য।
advertisement
1/5

পাকিস্তানের আক্রমণে নাকি ভেঙে পড়েছে সুখোই ৩০এমকেআই, জীবিত ধরা পড়েছে সুখোইয়ের পাইলট। পাকিস্তানরপন্থীদের একাংশ সমাজমাধ্যমে প্রচার করছে এই তথ্য।
advertisement
2/5
ওই সূত্রে দাবি করা হয়েছে মুজফফরাবাদে এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। Image: X/PIB
advertisement
3/5
PIB জানিয়েছে যে ছবিটি সমাজমাধ্যমে ঘুরছে তা সত্যি নয়। ওই ছবিতে যে বিমানটি দেখা যাচ্ছে তা ভেঙে পড়েছিল ১৪ অক্টোবর, ২০১৪ সালে, মহারাষ্ট্রে।
advertisement
4/5
পাকিস্তানপন্থী বিভিন্ন চ্যানেল দুই দেশের সংঘাত শুরুর পরে একাধিক মিথ্যা দাবি করে আসছে। এর মধ্যে সত্যি ঘটনা কি তা যাচাই করছে প্রেস ইনফরমেশন ব্যুরো।
advertisement
5/5
এর আগেও একাধিক বিষয় নিয়ে গুজব ছড়িয়েছে পাকপন্থী মিডিয়া। যার মধ্যে রয়েছে S-400 এয়ার ডিফেন্স ধ্বংস হওয়ার খবরও রটানো হয়েছিল যা মিথ্যা।