সামান্য সরকারি চাকুরে ৩০০ কোটির মালিক! বাড়িতে সুইমিং পুল, থিয়েটার, অবাক গোটা দেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Raid in Madhya Pradesh: জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ওই সরকারি আধিকারিক সন্তোষ পাল সিং ৩০০ কোটি টাকার সম্পদের মালিক। সন্তোষ পাল নিজে আরটিও আধিকারিক।
advertisement
1/5

দিন কয়েক আগেই এসএসসি দুর্নীতির তদন্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। এবার মধ্যপ্রদেশের জবলপুরে আঞ্চলিক পরিবহণ আধিকারিক সন্তোষ পাল সিং-এর বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) ১৬ লক্ষ টাকা নগদ এবং গয়না উদ্ধার করেছে।
advertisement
2/5
আশ্চর্যজনকভাবে, এই পরিমাণ RTO সন্তোষ পাল সিং-এর মালিকানাধীন সম্পত্তির সামান্য অংশ মাত্র। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ওই সরকারি আধিকারিক সন্তোষ পাল সিং ৩০০ কোটি টাকার সম্পদের মালিক। সন্তোষ পাল নিজে আরটিও আধিকারিক। তাঁর স্ত্রী রেখা পালও একই অফিসে করণিকের কাজ করেন।
advertisement
3/5
শুধু স্ত্রী নন, আরটিওতে কাজ করেন সন্তোষের বেশ কয়েকজন আত্মীয়ও। তিনি ছয়টি বাড়ি এবং একটি খামারবাড়ির মালিক। তার নামে রয়েছে দুটি দোকানও। এছাড়াও, তাঁর রয়েছে একটি স্করপিও, একটি পালসার বাইক এবং একটি বুলেট।
advertisement
4/5
সন্তোষ পাল সিং গত চার বছর ধরে জবলপুরে পোস্টিংয়ে ছিলেন। তার বেশ কয়েকজন আত্মীয়ও আরটিও বিভাগে চাকরি করেন। প্রায় দু’বছর ধরে এই আধিকারিকের গতিবিধি এবং তাঁর সম্পত্তির উপর নজর রাখছিল ইওডব্লিউ। দু’বছরে তাঁর সম্পত্তি আয়ের তুলনায় ৬৫০ গুণ বেড়েছে বলে জানিয়েছে ইওডব্লিউ।
advertisement
5/5
সন্তোষ পাল সিং মাসে ৬৫ হাজার টাকা বেতন পান। এই বেতনে ওই বিপুল সম্পত্তির অধিকারী কী ভাবে হলেন তিনি, তা খতিয়ে দেখা হচ্ছে। জবলপুরের শতাব্দীপুরমে ১০ হাজার বর্গ ফুটের দু’টি বাড়ি রয়েছে সন্তোষের। এ ছাড়াও গৌরীঘাটে ১,২৪৭ বর্গফুট এবং ১,১৫০ বর্গফুটের দু’টি বাড়ি এবং আরও দু’টি বাড়ি রয়েছে তাঁর নামে।