Elections Results 2024: ভোটে জিতলেন স্বামী, সুন্দরী বিদেশি তারপর যা করলেন...চোখে না দেখলে বিশ্বাস হবে না!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
জনসেনা পার্টির পবন কল্যাণ ভোটে জয়ী হন অন্ধ্রপ্রদেশের পিঠাপুরম আসনে৷ জয়ের পর তাঁর রাশিয়ান স্ত্রী তাঁর আরতি করেন এবং কপালে টিকা পরিয়ে দেন৷
advertisement
1/7

লোকসভার ফলাফলের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়েছে। তেলেগু সিনেমার সুপারস্টার এবং জনসেনা পার্টির নেতা পবন কল্যাণ এই নির্বাচনে বড় জয় পেয়েছেন। এই জয়ের পর, পবন কল্যাণ বাড়িতে পৌঁছান মাত্রই, তাঁর রাশিয়ান স্ত্রী আনা লেজনেভা আরতির থালা নিয়ে আসেন, জয়ের পর স্বামীর মাথায় টিকা পরিয়ে দেন এবং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই ভিডিওও সামনে এসেতেই টুইটারে ট্রেন্ডিং হচ্ছে। পবন কল্যাণের জয়ের পর ভক্তরা উদযাপন শুরু করেছেন। দক্ষিণী সুপারস্টারের এই জয়ের পর অন্যান্য ফিল্মস্টার রাম চরণ থেকে চিরঞ্জীবী সকলেই পবন কল্যাণকে অভিনন্দন জানান।
advertisement
2/7
২০১৪ সালের লোকসভা নির্বাচনে, বিজেপি পবন কল্যাণের জনসেনা পার্টি এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এর সঙ্গে জোট গঠন করেছিলেন এবং তারপরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ তাতে ঐতিহাসিক বিজয় লাভ করেন তিনি। পবন কল্যাণ রাজ্য নির্বাচনেও আধিপত্য বিস্তার করেছে। পিঠাপুরম আসনে তিনি YSR কংগ্রেস পার্টির বঙ্গ গীতাকে ৭০হাজারের বেশি ভোটে পরাজিত করেন৷
advertisement
3/7
দক্ষিণী স্টার হিসেবে পবন কল্যাণ খুবই জনপ্রিয়৷ অভিনয় জীবন তো বটেই ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত আলোচিত৷ অভিনেতা তিনবার বিয়ে করেছেন। পবন কল্যাণ জনসেনা পার্টির প্রধানও। তাঁর তৃতীয় স্ত্রীর নাম আন্না৷ এবং বিধানসভা নির্বাচনে জয়ের পর রাশিয়ান স্ত্রী যেভাবে তাঁকে স্বাগত জানান, তাতে ভক্তরা খুবই উচ্ছ্বসিত৷
advertisement
4/7
১৯৮০ সালে জন্ম আনা লেজনেভার৷ রাশিয়ান মডেল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে বিভিন্ন সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন। তিন মার সিনেমায় পবন এবং আন্না একসঙ্গে কাজ করেন এবং সেখান থেকেই তাঁদের প্রেম। এরপর থেকে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন৷ ২০১৩ সালে, এই দম্পতি গাঁটছড়া বাঁধেন৷ এদের দুই সন্তান রয়েছে৷ মডেল হওয়ার পাশাপাশি বলা হয় আন্না একজন উদ্যোক্তাও। একটি সূত্র দাবি করেছে যে আন্না সিঙ্গাপুরের হোটেল চেইনের মালিক।
advertisement
5/7
২০০৮ সালে পবন কল্যাণ রাজনৈতিক ইনিংস শুরু করেন। সে সময় তিনি ভাই চিরঞ্জীবীর প্রজা রাজ্যম পার্টির যুব শাখার সভাপতি ছিলেন। কিন্তু কংগ্রেসের সঙ্গে প্রজা রাজ্যম পার্টি একীভূত হওয়ার পর, পবন কল্যাণ ২০১৪ সালে তার নিজস্ব জনসেনা পার্টি গঠন করেন।
advertisement
6/7
পবন কল্যাণীর জনসেনা পার্টি ওয়াইএসআরসিপিকে পিছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে৷ তিনিই টিডিপির সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিয়েছিলেন এবং পরে বিজেপির সঙ্গেও জোট গঠন করেছিলেন।
advertisement
7/7
আসন জয়ের পর, পবন কল্যাণীর রাশিয়ান স্ত্রীর হাতে জয় অভিষেকের ভিডিও খুবই জনপ্রিয় হয়েছে৷