সাত বছর পর ফিরল এল নিনো, সমুদ্রে গরম স্রোত! ভারতে ভয়ঙ্কর প্রভাবের আশঙ্কা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
El nino: আশঙ্কা সত্যি করে হাজির এল নিনো। এত গরম, বৃষ্টি কম, আরও কী কী হবে এই বছর!
advertisement
1/7

২০১৫-র পর ২-২৩। আবার ফিরল এল নিনো। প্রশান্ত মহাসাগরে আবার গরম স্রোত।
advertisement
2/7
প্রশান্ত মহাসাগরে উষ্ণ সামুদ্রিক স্রোতের নামই এল নিনো। এর অর্থ ছোট ছেলে। এই উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাব সারা বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়াতে পড়ে বলে মনে করে বিজ্ঞানী মহল।
advertisement
3/7
পূর্ব প্রশান্ত মহাসাগরে সাধারণত এই স্রোত আসে। দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর এই স্রোত বয়ে যায়। সাত বছর আগে শেষবার এই স্রোত আবহাওয়ায় ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল।
advertisement
4/7
এই এল নিনো একদিকে যেমন সমুদ্রের বাস্তুতন্ত্র কিছুদিনের জন্য নষ্ট করে, তেমনই এর প্রভাবে কোথাও অতিবৃষ্টি, কোথাও আবার খরার পরিস্থিতি সৃষ্টি হয়।
advertisement
5/7
সাত বছর পর আবার এল নিনোর আগমনের কথা জানিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনস্ট্রেশন (এনওএএ)। তবে এবার যে এল নিনো আসতে পারে, তার পূর্বাভাস আগেই ছিল।
advertisement
6/7
২০০০ সালের পর এই নিয়ে পাঁচবার এল নিনোর দেখা পাওয়া গেল। ভারতে গত ১০০ বছরের মধ্যে ১৮ বার খরা হয়েছে। তার মধ্যে ১৩ বার খরার পিছনে দায়ী এল নিনো।
advertisement
7/7
এল নিনো আয়ন বায়ুর এশিয়ায় প্রবেশে বাধা দেয়। এল নিনোর ফলে অতীতেও ভারতে বৃষ্টি কম হয়েছে। এবারও কি তবে খরার মতো পরিস্থিতি! সাধারণত এই স্রোত ডিসেম্বর নাগাদ সাগরে দেখা যায়। কিন্তু এবার সময়ের অনেক আগেই এই স্রোত দেখা গেল।