ED Raid: সিনেমার প্রযোজকের বাড়িতে টাকার পাহাড়! ১০০০ কোটি টাকার বিদেশি মুদ্রা তছরুপের অভিযোগ, কত উদ্ধার হল জানেন?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
ED Raid: ইডির হানায় ফের মিলল টাকার পাহাড়। শনিবার তামিলনাড়ু এবং কেরালার গোকুল চিটফান্ডের একাধিক অফিসে হানা দিয়েছে। ইডির হানায় ১.৫ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে।
advertisement
1/3

ইডির হানায় ফের মিলল টাকার পাহাড়। শনিবার তামিলনাড়ু এবং কেরালার গোকুল চিটফান্ডের একাধিক অফিসে হানা দিয়েছে। ইডির হানায় ১.৫ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে।
advertisement
2/3
ওই সংস্থার প্রধান এএম গোপালান ওরফে গোকুলাম গোপালান। তিনি ওই চিটফান্ড সংস্থার কর্ণধার হওয়ার পাশাপাশি একাধিক ছবির প্রযোজক ছিলেন।
advertisement
3/3
সূত্রের খবর, ওই ব্যক্তি এবং তাঁর সংস্থা হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের সঙ্গে যুক্ত, এমনটাই সন্দেহ করছে ইডি। গোপালানের সংস্থার বিভিন্ন রাজ্যে অফিস রয়েছে।
advertisement