Earthquake: একবার, দুইবার নয়, ছয়বার কেঁপে উঠল পায়ের তলার জমি! ভয়ঙ্কর ভূমিকম্পে প্রবল আতঙ্ক...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Earthquake: এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হতেই মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।
advertisement
1/10

দিল্লি থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে লেহ-লাদাখে রবিবার এমন এক মুহূর্ত এল, যখন সেখানকার জমি ভূমিকম্পে কেঁপে উঠল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.১ মাপা হয়েছে।
advertisement
2/10
গত ৪৮ ঘণ্টার মধ্যে চীনের নিকটবর্তী তিব্বতে ৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (জাতীয় ভূমিকম্পবিজ্ঞান কেন্দ্র)-এর তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ৯টা ১৫ মিনিটে লে-লাদাখে ভূমিকম্প হয়েছে।
advertisement
3/10
এর আগে, নেপালে রাত ১টায় ৩.৮ মাত্রার ভূমিকম্প হয়। পাশাপাশি, চীনের তিব্বতে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ৯ ফেব্রুয়ারি রাত ১টা ১০ মিনিট, ১টা ৪০ মিনিট, সকাল ৫টা ১১ মিনিট, দুপুর ১টা ৭ মিনিট, রাত ৮টা ৫৩ মিনিট এবং ১০ ফেব্রুয়ারি রাত ১টার সময় মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।
advertisement
4/10
এর আগে, ৮ ফেব্রুয়ারি কেরালার উত্তর কাসারগোড জেলার উঁচু অঞ্চলে হালকা ভূকম্পন অনুভূত হয়েছিল।
advertisement
5/10
ভেল্লারিককুন্ড পুলিশ জানায়, মালোম, রাজপুরম, কোন্নাক্কড় ও সংলগ্ন অঞ্চলে কয়েক সেকেন্ড ধরে ভূকম্পন অনুভূত হয়।
advertisement
6/10
পুলিশের একজন কর্মকর্তা জানান, ‘স্থানীয়রা জানিয়েছেন যে তারা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন এবং মাটির নিচ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়েছেন।’
advertisement
7/10
কয়েকজন জানিয়েছেন যে ভূমিকম্পের কারণে তাদের ফোন টেবিল থেকে পড়ে যায় এবং খাট নড়ে ওঠে। বেশ কয়েক জায়গায় ভেঙেও পড়েছে মাটি।
advertisement
8/10
ভূমিকম্প হলে কী কী করবেন - দ্রুত শক্তিশালী আসবাব বা টেবিলের নিচে আশ্রয় নিন। দেওয়াল, জানালা বা ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন। যদি বাইরে থাকেন, বিল্ডিং, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে যান।
advertisement
9/10
দৌড়াদৌড়ি বা আতঙ্কিত হয়ে সিঁড়ি ও লিফট ব্যবহার করবেন না। মাথা ও ঘাড় সুরক্ষিত রাখতে হাত দিয়ে ঢেকে রাখুন।
advertisement
10/10
সরকার বা প্রশাসনের নির্দেশনা মেনে চলুন ও ভূমিকম্প-পরবর্তী কম্পনের (আফটারশক) জন্য প্রস্তুত থাকুন।