Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামানের মাটি, সুনামির আশঙ্কা! রবিবার বেলায় আতঙ্ক ছড়াল পর্যটকে ভরা এলাকায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Earthquake in Andaman: আন্দামানে ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।
advertisement
1/6

আন্দামানে ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।
advertisement
2/6
এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের মাত্রা বেশি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।
advertisement
3/6
আন্দামান সাগরের ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। তীব্র ভূমিকম্পের জেরে আরও একবার সুনামি আতঙ্ক ছড়ায় এলাকায়।
advertisement
4/6
এর আগে জুলাই মাসেও কেঁপে উঠেছিল আন্দামানের মাটি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজ়েদ)-এর তরফে জানানো হয়েছিল, ভূগর্ভ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
advertisement
5/6
বিশেষজ্ঞরা বলছেন, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আশপাশের দ্বীপপুঞ্জগুলি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ফলে সেখানে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি থাকে। তাই এবারও ভূমিকম্পের পর সেখানে সুনামির আশঙ্কা থাকছে।
advertisement
6/6
তারও আগে ১০ এবং ১১ জুলাই পর পর দু’বার কেপে ওঠে দিল্লি এবং আশপাশের এলাকা। সেবারও প্রবল আতঙ্ক ছড়ায়। সেবার দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।