TRENDING:

Bizarre: বিয়ের ঠিক কয়েক মিনিট বাকি, মণ্ডপ থেকে টেনে হিঁচড়ে নতুন বউকে তুলে নিল পুলিশ, বর যা করলেন

Last Updated:
বাংলা সিরিয়ালের নিয়মিতি দর্শক? নানারকম ট্যুইস্ট অ্যান্ড টার্নে ভরা আপনার প্রত্যেক সন্ধ্যা৷ তাহলে এবার এক সত্যি ঘটনা জেনে নিন৷
advertisement
1/6
বিয়ের ঠিক কয়েক মিনিট বাকি, মণ্ডপ থেকে টেনে হিঁচড়ে নতুন বউকে তুলে নিল পুলিশ..
বাংলা সিরিয়ালের নিয়মিতি দর্শক? নানারকম ট্যুইস্ট অ্যান্ড টার্নে ভরা আপনার প্রত্যেক সন্ধ্যা৷ তাহলে এবার এক সত্যি ঘটনা জেনে নিন৷ না কোনও অভিনয়ের স্ক্রিপ্ট নয়,  কেরলের কোভালামে, রবিবার একেবারে হুলস্থূল কাণ্ড৷ দুই ভিন্ন ধর্মের নারী ও পুরুষ বিয়ে করতে যাচ্ছিলেন৷ গাঁটছড়া বাঁধার জন্য যখন তৈরি ঠিক তার  কয়েক মিনিট আগে পুলিশ সেখানে আসে এবং কনেকে জোর করে বরের কাছ থেকে উঠিয়ে নিয়ে যায়৷
advertisement
2/6
এই পুরো বিষয়টিকে দেখলেই মনে হচ্ছে চলচ্চিত্রের দৃশ্যের মতো দেখা যাচ্ছে৷  যাতে কনেকে চিৎকার করতে দেখা যাচ্ছে  মেয়েটি বারবার আবেদন করছে সে যেতে চায় না৷ অন্যদিকে পুলিশ সদস্যরা তাঁকে একটি ব্যক্তিগত গাড়ির দিকে টেনে নিয়ে যেতে দেখা যায়।
advertisement
3/6
ঘটনার ভিডিওতে দেখা যায়, বরকে কনের কাছে যেতেও বাধা দেয় পুলিশ। ভিডিওতে দেখা যায়, একজন অফিসার চিৎকার করে কনেকে গাড়িতে বসতে বলছেন, এরপর মেয়েটিকে গাড়ির ভেতরে ঠেলে দেওয়া হয় এবং অন্যান্য অফিসাররাও এতে বসে জায়গা ছেড়ে চলে যান।
advertisement
4/6
যুবকটি সোমবার একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যে কনে আলফিয়াকে পরে ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি একটি বিবৃতি দিয়েছেন যে তিনি নিজের ইচ্ছায় বর অখিলের সঙ্গে গিয়েছিলেন৷
advertisement
5/6
ওই অফিসার 'পিটিআই-ভাষা'কে বলেন, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল ওই মহিলাকে আদালতে হাজির করার জন্য। তারা শুধু তাদের দায়িত্ব পালন করছিল। তারা মেয়েটিকে বলপূর্বক এনেছিল কিনা তা নিয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন তিনি৷ তিনি আশ্বাস দিয়েছেন এই ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হবে৷
advertisement
6/6
অন্যদিকে, আলফিয়া বলেছেন যে পুলিশ তাঁকে ধরে নিয়ে গিয়েছিল,  সে স্বেচ্ছায় অখিলকে বিয়ে করতে চায়, মেয়েটি তাঁর বিবৃতিতে এও বলে যে সে  এক বছরেরও বেশি সময় ধরে অখিলকে চেনে। তাঁর অভিযোগ কায়মকুলাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগ তাঁর বাবা-মা দায়ের করেছিলেন। তার সাফ দাবি তাঁর বাবা-মা  চায় না তাঁদের মেয়ে অখিলের সঙ্গে থাকুক৷
বাংলা খবর/ছবি/দেশ/
Bizarre: বিয়ের ঠিক কয়েক মিনিট বাকি, মণ্ডপ থেকে টেনে হিঁচড়ে নতুন বউকে তুলে নিল পুলিশ, বর যা করলেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল