Doomsday Fish: সমুদ্রের 'দৈত্য' উঠে এল আবার! এবার ভারতে, এই প্রাণী দেখা দিলেই সুনামি, ভূমিকম্প হয়!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Doomsday Fish- জাপানিদের ধারণা, ওরফিশ ভূমিকম্প বা সুনামির মতো দুর্যোগের পূর্বাভাস দেয়। ২০১১ সালের জাপান সুনামির আগে উপকূলে একাধিক ওরফিশ উঠে এসেছিল।
advertisement
1/5

সমুদ্রের দৈত্য বলা হয় এই প্রাণীকে। দেখতে একেবারে দৈত্যাকার বটে! এতদিন এই প্রাণীর দেখা পাওয়া যেত বিদেশের কোনও উপকূলে। এবার সেই প্রাণী উঠে এল তামিলনাড়ুর উপকূলে।
advertisement
2/5
বিরল সামুদ্রিক প্রাণীটির নাম 'ডুমসডে ফিশ'। প্রায় ৩০ ফিট লম্বা অতিকায় মাছ সামনে থেকে দেখলে আপনি ভয় পেয়ে যেতে পারেন! এই মাছের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেকেই বলেন, এই মাছ যখনই দেখা দেয়, প্রাকৃতিক বিপর্যয়ের কোনও না কোনও প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়।
advertisement
3/5
'ডুমসডে ফিশ' নামের এই মাছের প্রকৃত নাম ওরফিশ। বিজ্ঞানসম্মত নাম- Regalecus glesne। এটি পৃথিবীর দীর্ঘতম কশেরুকাযুক্ত মাছ। সমুদ্রের গভীরে, প্রায় এক হাজার মিটার নিচে বসবাস এদের। এরা জলের উপরের দিকে উঠে আসে খুবই কম।
advertisement
4/5
জাপানিদের ধারণা, ওরফিশ ভূমিকম্প বা সুনামির মতো দুর্যোগের পূর্বাভাস দেয়। ২০১১ সালের জাপান সুনামির আগে উপকূলে একাধিক ওরফিশ উঠে এসেছিল। এবার তামিলনাড়ুর উপকূলে এই মাছ দেখা দিতেই আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
5/5
বিশেষজ্ঞরা অবশ্য এমন কুসংস্কার মেনে নিতে নারাজ। তাঁরা বলছেন, সমুদ্রের গভীরে তাপমাত্রার পরিবর্তন অথবা অসুস্থতার জন্য অনেক সময় এই মাছ উঠে আসে। এর সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কোনও সম্পর্ক নেই।