ট্রেনে যাত্রা করার সময় ভুলেও কাউকে এই তথ্য দেবেন না, পড়তে পারেন বড় বিপদে...
Last Updated:
advertisement
1/3

ট্রেনে যাতায়াত করেন তাহলে এটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ রেলের টিকিটে এমন কিছু তথ্য থাকে যা আমরা অনেক সময় অজান্তেই অন্যদের বলে দিয়ে থাকি ৷ কিন্তু এটা কখনও করা উচিৎ নয় ৷ কারণ এরে জেরেই আপনিই বিপদে পড়তে পারেন ৷ ট্রেন যাত্রা সংক্রান্ত এমন বেশ কিছু তথ্য রয়েছে যা কেউ জানতে চাইলেও বলা উচিৎ নয় ৷ সম্প্রতি এই বিষয়ে ট্যুইট করে জানিয়েছে ভারতীয় রেল ৷
advertisement
2/3
রেলের তরফে জানানো হয়েছে যে আপনি যাত্রা সংক্রান্ত কোনও খবর জানতে হলে আপনাকে কেবল ১৫ সংখ্যার আইডি বা ১০ সংখ্যার পিএনআর নম্বর দিতে হয় ৷
advertisement
3/3
কিন্তু এই সময় যদি কেউ আপনার থেকে আপনারক্রেডিট বা ডেবিট কার্ডের ডিটেল চায়, তাহলে ভুলেও সেটি শেয়ার করবেন না ৷ কার্ড সংক্রান্ত তথ্যের পাশাপাশি ওটিপিও কারোর সঙ্গে শেয়ার করা উচিৎ নয় ৷
advertisement