Plane Pilot Salary: আমদাবাদের বিমান দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে! জানেন বিমান চালানোর জন্য পাইলটরা কত বেতন পান?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Plane Pilot Salary: এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনার খবর সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। পাইলটের মে ডে কলেও রক্ষা পায়নি বিমান। জানেন বিমান চালানোর জন্য, চালকরা কত বেতন পান?
advertisement
1/6

এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনার খবর সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই বিমানের চালক ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল, ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্দর।
advertisement
2/6
যাত্রীদের সঙ্গে প্রাণ গিয়েছে বিমানের দুই চালকেরও। বিমানচালক হতে গেলে শিক্ষা তো বটেই পেরোতে হয় অনেক কঠিন প্রশিক্ষণ। জানেন বিমানচালকদের মাসিক বেতন কত?
advertisement
3/6
যাত্রীদের সঙ্গে প্রাণ গিয়েছে বিমানের দুই চালকেরও। বিমানচালক হতে গেলে শিক্ষা তো বটেই পেরোতে হয় অনেক কঠিন প্রশিক্ষণ। জানেন বিমানচালকদের মাসিক বেতন কত?
advertisement
4/6
রিপোর্ট অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-র মতো বড় বিমান ওড়ানোর জন্য একজন পাইলট মাসে ৮ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বেতন পান। Image: Reuters
advertisement
5/6
তবে এই বেতন নির্ভর করে অভিজ্ঞতা, কত ঘণ্টা বিমান উড়িয়েছেন, র‍্যাঙ্ক এবং কতগুলি বিমান চালাচ্ছেন (ঘরোয়া বা আন্তর্জাতিক) তার উপর। সিনিয়র পাইলটরা মাসে ৯ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে বেতন পেয়ে থাকেন।
advertisement
6/6
বেতন ছাড়াও, পাইলটদের বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা দেওয়া হয়। যেমন: অতিরিক্ত সময় বিমান চালানো, রাতে বিমান চালানো, বিদেশে থাকা, এলটিএ, চিকিৎসা এবং বীমা সুবিধা, ছুটির দিনে কাজ করার জন্য অতিরিক্ত টাকাও পান।