Chhath Puja 2021| Yamuna River|| চাপ চাপ ফেনায় ঢেকেছে জল! ছটপুজোর প্রথম দিনে যমুনায় ভক্তদের পুণ্যস্নান! ভয়াবহ ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Devotees take dip in toxic white foam covered yamuna in Chhath Puja 2021: যমুনার বিষাক্ত ফেনা জলেই সোমবার ছট পুজোর প্রথম দিনের পুণ্যস্নান সারলেন হাজার হাজার পুণ্যার্থী।
advertisement
1/7

*যমুনার (Yamuna river) বিষাক্ত ফেনা (toxic foam) জলেই সোমবার ছট পুজোর (Chhath Puja 2021) প্রথম দিনের পুণ্যস্নান সারলেন হাজার হাজার পুণ্যার্থী। অন্য উপায় না থাকায় দিল্লির কালিন্দি কুঞ্জ (Kalindi Kunj in Delhi) এলাকায় স্নান সেরে আতঙ্কে ভুগছেন অনেকেই। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*রবিবার দিল্লির কালিন্দি কুঞ্জের কাছে যমুনা নদীতে প্রথম বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়। রাজধানীতে কুয়াশাচ্ছন্ন সকালে দূষণের চিহ্ন ফুটে ওঠে যমুনার জলেও। সেই দূষণ আরও বেড়ে যায় এ দিন স্নানের পরে। সাদা ফেনায় ঢেকে যায় যমুনার জল। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*ছট পুজোর প্রথম দিন উপলক্ষ্যে এ দিন যমুনার পাড়ে ভিড় জমিয়েছিলেন দিল্লিবাসী। নদীর এমন অবস্থা দেখে অনেকেই জলে নেমে সেলফি তুলতে শুরু করে দেন। তবে , দূষণ এ ভাবে মাত্রা ছাড়ানোয় আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই।
advertisement
4/7
*আজ ছিল ছট পুজোর 'Nahay Khay' পর্ব। তবে অন্যান্যবারের তুলনায় এ বারেও কোনও ব্যতিক্রম হয়নি। এ বারেও দূষনের গ্রাসে চলে গিয়েছে যমুনা। তবে তাতে কী! অনেকেই সেই দূষিত জলেই নেমে পড়েন স্নানের জন্য। অনেকে আবার মগে করে জল তুলে মাথায় ধালতে শুরু করেন পুণ্য লাভের আশায়।
advertisement
5/7
*উল্লেখ্য, যমুনায় অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ায় শনিবার সন্ধ্যা থেকে দিল্লির জল সরবরাহ ব্যাহত। দিল্লির সামগ্রিক বায়ুর মান 'গুরুতর'।
advertisement
6/7
*রবিবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ বায়ুর গুণমান (AQI) সূচক ৪৩৬ ছিল। উল্লেখ্য, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে ফসলের গোড়া পোড়ানোকে ঘিরে গত কয়েক বছর ধরেই এই সময়ে দিল্লিতে দূশণ মাত্রা ছাড়ায়।
advertisement
7/7
*দ্য আর্থ সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) মন্ত্রক বলে যে শনিবার রাতে দিল্লির AQI ছিল ৪৩৭। সেই সময় বাতাসে সূক্ষ্ম কণা পদার্থ (PM) ২.৫-র ঘনত্ব ছিল ৩১৮। আর সূক্ষ্মকণা পদার্থ ১০-র ঘনত্ব ছিল ৪৪৮।