TRENDING:

Deoghar Ropeway Accident: মর্মান্তিক! রোপওয়ে দুর্ঘটনার ৪০ ঘণ্টা পার! এখনও মাঝ আকাশে ঝুলে মানুষ!

Last Updated:
Jharkhand Cable Car Disaster: গতকাল সন্ধ্যায় উদ্ধারের সময় একজন হেলিকপ্টার থেকে পড়ে যাওয়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
advertisement
1/8
মর্মান্তিক! রোপওয়ে দুর্ঘটনার ৪০ ঘণ্টা পার, এখনও মাঝ আকাশে ঝুলে মানুষ! দেখুন ছবি
ঝাড়খণ্ডের দেওঘর জেলায় রোপওয়ে দুর্ঘটনার পর পেরিয়ে গিয়েছে ৪০ ঘণ্টারও বেশি সময়। এখনও মাঝ আকাশে তিনটি ক্যারিয়েজে ঝুলে রয়েছেন দুই জন মানুষ। ঝুঁকিপূর্ণ অপারেশনে বিমানবাহিনীর দু’টি হেলিকপ্টার এবং প্রচুর বাহিনী আটকে পড়া ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে।
advertisement
2/8
দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনত্রি জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দলগুলি উদ্ধার অভিযান চালাচ্ছে।
advertisement
3/8
ড্রোনের সাহায্যে আটকে পড়া মানুষদের জল ও খাবার সরবরাহ করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
advertisement
4/8
গতকাল সন্ধ্যায় উদ্ধারের সময় একজন হেলিকপ্টার থেকে পড়ে যাওয়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
advertisement
5/8
একটি মর্মান্তিক ভিডিওতে দেখা গিয়েছে, হেলিকপ্টার থেকে ঝুলে থাকা একটি দড়ি আঁকড়ে ধরে রয়েছেন ওই ব্যক্তি। আচমকাই হাত ফস্কে গিয়ে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা চোখের সামনে এই মৃত্যু দেখে আতঙ্কে চিৎকার করতে থাকেন।
advertisement
6/8
গত সন্ধ্যায় সূর্যাস্তের পরে উদ্ধার অভিযান বন্ধ করতে হয়েছিল। রোপওয়ের চলাচলের পথটি হল পাহাড় বেষ্টিত মনোরম অথচ ঘন বনভূমির মধ্য দিয়ে। যেখানে আকাশপথ ছাড়া প্রবেশ করা কঠিন।
advertisement
7/8
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রোপওয়ে দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। “আমি ত্রিকূট পর্বতের ঘটনা এবং তাতে মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করছি। এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হবে,” গতকাল একটি ট্যুইটে বলেন মুখ্যমন্ত্রী।
advertisement
8/8
ঝাড়খণ্ড পর্যটন বিভাগের মতে, ত্রিকুট রোপওয়ে ভারতের সর্বোচ্চ উল্লম্ব রোপওয়ে। এটি প্রায় ৭৬৬-মিটার দীর্ঘ।
বাংলা খবর/ছবি/দেশ/
Deoghar Ropeway Accident: মর্মান্তিক! রোপওয়ে দুর্ঘটনার ৪০ ঘণ্টা পার! এখনও মাঝ আকাশে ঝুলে মানুষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল