গাঢ় কুয়াশায় ঢাকল বছরের প্রথম সূর্যোদয়, ৪৮ ঘণ্টায় রাজধানীতে প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
কনকনে শীতে কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য। ঠান্ডা উত্তুরে হাওয়া হাড়ে কাঁপুনি ধরাচ্ছে। তার সঙ্গে রয়ছে গাঢ় কুয়াশার দাপট।
advertisement
1/5

*কনকনে শীতে কাঁপছে দিল্লি-সহ উত্তরভারতের বেশ কয়েকটি রাজ্য। ঠান্ডা উত্তুরে হাওয়া হাড়ে কাঁপুনি ধরাচ্ছে। তার সঙ্গে রয়ছে গাঢ় কুয়াশার দাপট। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*কনকনে শী*বেশ কয়েকদিন ধরেই রাজধানী দিল্লিতে প্রবল ঠান্ডা। বছর শেষের রাতেও জবুথবু ছিল বাসিন্দারা। এ বার বছরের প্রথমদিনের সূর্যোদয়ও খানিকটা ঢাকল কুয়াশার দাপটে। দৃশ্যমানতা কম হওয়ায় রাস্তায় বেরিয়েছিলেন যারা, অনেকেই সমস্যায় পড়েন। সংগৃহীত ছবি। তে কাঁপছে দিল্লি-সহ উত্তরভারতের বেশ কয়েকটি রাজ্য। ঠান্ডা উত্তুরে হাওয়া হাড়ে কাঁপুনি ধরাচ্ছে। তার সঙ্গে রয়ছে গাঢ় কুয়াশার দাপট। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*IMD সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা এই অবস্থা বজায় থাকবে। ঠান্ডা আরও বাড়তে পারে। দিল্লি-সহ বেশ কিছু এলাকায় প্রবল শত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির সংলগ্ন এলাকা আগামী ২৪ ঘণ্টা ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে। বরফ পড়ার মতো অবস্থা তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, এবং উত্তর রাজস্থানের বেশ কিছু অংশে। শিশির জমে যাবে এক লহমায়। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*IMD-র বুলেটিনে বলা হয়েছে, দিল্লির বাতাসের অবস্থা এখনও ভয়াবহ। দূষণের জেরেই এমন পরিস্থিতি। শুক্রবার সকালেও এয়ার কোয়ালিটি ছিল 'সিভিয়ার' ক্যাটাগরির। সংগৃহীত ছবি।