TRENDING:

Delhi Pollution: গাড়ি চালকদের জন্য বড় খবর! এই নথি না থাকলেই ১০ হাজার টাকা জরিমানা, হতে পারে জেলও...

Last Updated:
Delhi Pollution: দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা পি ইউ সি সার্টিফিকেট না থাকলে জরিমানা এবং জেল দুই হতে পারে চালকদের।
advertisement
1/9
গাড়ি চালকদের জন্য বড় খবর! এই নথি না থাকলেই ১০ হাজার টাকা জরিমানা, হতে পারে জেলও
ধোঁয়ায় ঢেকেছে (Delhi Pollution) রাজধানী দিল্লি। দীপাবলি শেষ না হতেই দূষণ প্রচণ্ড পরিমানে বেড়ে গিয়েছে দিল্লি এনসিআরে। এবারও দীপাবলিতে আতশবাজি না ফাটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ অমান্য করে অনেকেই রীতিমতো বাজি পুড়িয়েছেন। যার জেরে কার্যত কালো ধোঁয়ায় ভরে গিয়েছে দিল্লি।
advertisement
2/9
অনেকেরই চোখ জ্বালা এবং শ্বাসকষ্ট শুরু হয়েছে। বিশেষত যারা আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে আরও বেশি পরিমাণে দেখা দিচ্ছে নানা সমস্যা। পরিবেশে ক্রমবর্ধমান দূষণ নিয়ন্ত্রণ করা না গেলে সমস্যায় পড়বে মানুষ। দূষণে (Delhi Pollution) ভোর করেই জীবনে নেমে আসতে পারে ভয়াবহ অসুখ।
advertisement
3/9
এই পরিস্থিতিতে আর দূষণ (Delhi Pollution)  যাতে না বাড়ে তার জন্য বড় ব্যবস্থা নিল পরিবহন মন্ত্রক। সমস্ত ধরনের গাড়ি চালকদের জন্য পি ইউ সি সার্টিফিকেট (PUC Certificate) বাধ্যতামূলক করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা পি ইউ সি সার্টিফিকেট না থাকলে জরিমানা এবং জেল দুই হতে পারে চালকদের।
advertisement
4/9
একটি গাড়ি থেকে কতখানি কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনো অক্সাইড বাতাসে মিশছে তা জানানোর জন্যই দেওয়া হয় পি ইউ সি সার্টিফিকেট(PUC Certificate)। সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস, ১৯৮৯ অনুসারে চার চাকার BS-IV গাড়ির জন্য PUC শংসাপত্রের বৈধতা এক বছর এবং অন্যান্য যানবাহনের জন্য তিন মাস।
advertisement
5/9
মন্ত্রকের তরফে জানানো হয়েছে কোনও চালকের কাছে যদি আপডেটেড দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র(PUC Certificate) না থাকে তাহলে সে ক্ষেত্রে তাঁর ছয় মাস জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা পর্যন্ত করা হতে পারে। এমনকি ঘটনা অনুসারে দুটি শাস্তি একসাথেও পেতে পারেন চালক।
advertisement
6/9
এছাড়া কোনও ক্ষেত্রে যদি দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র আপডেট করা না হয়ে থাকে সেক্ষেত্রেও চালকের লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে। দু চাকার বাইক কিম্বা চার চাকার গাড়ি সমস্ত চালকদের ক্ষেত্রেই এই নিয়ম বাধ্যতামূলক করেছে পরিবহন মন্ত্রক।
advertisement
7/9
দেখে নেওয়া যাক কোন গাড়ির ক্ষেত্রে পি ইউ সি সার্টিফিকেট তুলতে খরচ কত : ১) পেট্রোল এবং সিএনজির দুই চাকার এবং তিন চাকার গাড়ির জন্য দূষণ পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
advertisement
8/9
২) ডিজেল চালিত যানবাহনের ক্ষেত্রে শংসাপত্র তোলার জন্য খরচ পড়বে ১০০ টাকা ৩) কিভাবে পেট্রোল চালিত চারচাকা গাড়ির জন্য দূষণ পরীক্ষার সার্টিফিকেট তুলতে খরচ পড়বে ৮০ টাকা।
advertisement
9/9
সুতরাং যদি আপনার গাড়ির এই সার্টিফিকেট আপডেটেড না থাকে তবে অবশ্যই করিয়ে নিন জরুরি এই কাজটি। মনে রাখবেন এই নথি আপনার বা আপনার গাড়ির চালকের কাছে না থাকলেই কপালে জুটবে বড় ভোগান্তি।
বাংলা খবর/ছবি/দেশ/
Delhi Pollution: গাড়ি চালকদের জন্য বড় খবর! এই নথি না থাকলেই ১০ হাজার টাকা জরিমানা, হতে পারে জেলও...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল