Delhi Durga Puja 2021 : দোলাচলে দিল্লির দুর্গাপুজো! এখনও জারি হয়নি কেজরি সরকারের নির্দেশিকা, পুজো হবে তো?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Delhi Durga Puja 2021 : রাজধানীর পুজো উদ্যোক্তাদের প্রশ্ন, তবে কি খোলা মাঠে মন্ডপ তৈরি করে মা দুর্গার আরাধনা করা যাবে না?
advertisement
1/6

ইতিমধ্যেই পার্শ্ববর্তী দুই রাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh) এবং হরিয়ানায়(Haryana) দুর্গাপুজোয়(Durga Puja) অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। কিন্তু রাজধানী দিল্লির(National Capital Delhi) ছবিটা অন্যরকম। অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) সরকার এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনও নির্দেশিকা জারি করেনি। বরং বিভ্রান্তি বাড়িয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একের পর এক বিজ্ঞপ্তি এবং দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির পুজোর জন্য পার্ক ব্যবহারের অনুমতি দেওয়ার ঘটনা।
advertisement
2/6
DDMA-র শেষতম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে - পুরনো নির্দেশিকা মতোই ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং পূজার্চনায় জমায়েত করা চলবে না। মন্দিরের দরজা বন্ধ থাকবে। এই নির্দেশিকা বলবৎ থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এখানেই রাজধানীর পুজো উদ্যোক্তাদের প্রশ্ন, তবে কি খোলা মাঠে মন্ডপ তৈরি করে আগের মতো ঢাকের বাদ্যি সহকারে মা দুর্গার আরাধনা করা যাবে না?
advertisement
3/6
বাঙালির সংখ্যা নেহাতই কম নয় রাজধানী দিল্লিতে। বাঙলি পুজো হয় নয় নয় করে বেশ অনেকগুলো। স্বভাবতই আতান্তরে সংগঠনগুলি। এদিকে সার্বজনীন দুর্গাপুজো কমিটির কর্তাদের মনে যখন নানা প্রশ্ন তখন আশায় বুক বাঁধছেন ঐতিহ্য প্রাচীন 'নিউ দিল্লি কালীবাড়ি' দুর্গা পুজো কমিটির কর্তা স্বপন গাঙ্গুলী। তিনি বলছেন, "পুজো হবে। প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ ঢাকি আসছেন বোলপুর থেকে। কোভিড বিধি মেনে, ঢাকের বাদ্য সহকারেই ধুমধাম করে পুজো হবে।"
advertisement
4/6
নিউ দিল্লি কালীবাড়ি যা আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী কেন্দ্রও বটে। সেখানকার পুজোকর্তার যুক্তি, শেষমেষ চাপে ফেলতে পারে কেজরিওয়াল সরকারকে। কারণ, অন্যবারের মতো এবারও দুর্গাপুজো করার জন্য আগাম পার্ক বুকিং চলছে। কেজরিওয়াল সরকারের অধীন দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি পুজো কমিটিগুলোর আবেদনের ভিত্তিতে রীতিমতো টাকা নিয়ে পার্ক বুকিং দিচ্ছে।
advertisement
5/6
অন্য ছবিও আছে। দীর্ঘ কয়েক দশক ধরে নিউ দিল্লি কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ২০-২৫টি মা দুর্গার মূর্তি তৈরি করতেন নদীয়ার কৃষ্ণনগর থেকে আসা মৃৎশিল্পী বিশ্বজিৎ পাল। করোনার কারণে তা প্রায় বন্ধ। এবার পার্শ্ববর্তী রাজ্য উত্তর প্রদেশ এবং হরিয়ানায় মাতৃ আরাধনার অনুমতি মেলায় দুই রাজ্য থেকে দুটি মূর্তি গড়ার বরাত পেয়েছেন তিনি।
advertisement
6/6
দিল্লি থেকে দু'টি এবং উত্তর প্রদেশ ও হরিয়ানা থেকে আরও দুটি প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী। অতিমারির এই পরিস্থিতিতে রাজধানী দিল্লির মৃৎশিল্পীর আক্ষেপ, "আমাদের কথা একটু ভাবুক দিল্লি সরকার। নচেৎ করোনায় মরার আগে না খেয়ে মরতে হবে।"