TRENDING:

Delhi Blast Update: দেখতে নুনের মতো, কাজে ভয়ঙ্কর! ‘মাদার অফ সেটান’ TATP...দিল্লি বিস্ফোরণে মারাত্মক রাসায়নিকের ব্যবহার, প্রকাশ্যে তথ্য

Last Updated:
অন্যান্য, বাণিজ্যিক বিস্ফোরকের মধ্যে যেমন নাইট্রোজেন পাওয়ার যায়, এই ধরনের আইডি-তে তা থাকে না৷ ফলে ট্র্যাডিশনাল পদ্ধতিতে তল্লাশি চালালো এই বিস্ফোরক খুঁজে পাওয়াও মুশকিল৷ এজেন্সির আশঙ্কা নওগামে উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রির মধ‍্যে TATP মেশানো ছিল। আর সেই কারণেই নওগাম বিস্ফোরণ ঘটেছে।
advertisement
1/6
দেখতে নুনের মতো, কাজে ভয়ঙ্কর! ‘মাদার অফ সেটান’...দিল্লি বিস্ফোরণে মারাত্মক রাসায়নিক
নয়াদিল্লি: দিল্লির লালকেল্লা বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক নিয়ে এবার সামনে এল ভয়ঙ্কর তথ্য৷ ২০০৫ সালে লন্ডনে আত্মঘাতী বিস্ফোরণ, ২০১৫ সালে প্যারিস হামলা এবং ২০১৬ সালে ব্রাসেলসের আত্মঘাতী বিস্ফোরণে যে রাসায়নিক ব্যবহার হয়েছিল, সেই রাসায়নিক ব্যবহার হয়েছে দিল্লির বিস্ফোরণে৷
advertisement
2/6
‘মাদার অফ সেটান’, অর্থাৎ, শয়তানের মা হিসাবে পরিচিত TATP-র হদিস মিলল দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়িতে৷
advertisement
3/6
তদন্তকারীরা জানাচ্ছেন, যে আই-২০ গাড়িতে করো বিস্ফোরক বোঝাই করে নিয়ে যাচ্ছিল উমর নবি৷ সেই গাড়িতেই মিলেছে TATP-র হদিস৷ এখন প্রশ্ন হল কী এই TATP?
advertisement
4/6
TATP— অর্থাৎ, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড। এই TATP একটি শক্তিশালী প্রাইমারি বিস্ফোরক, যা রাসায়নিকের সাথে মিশিয়ে বিস্ফোরক তৈরি করা হয়। TATP বা মাদার অফ সেটান-কে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে মিশিয়েই দিল্লি বিস্ফোরণের বিস্ফোরক তৈরি করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারী ফরেন্সিক বিশেষজ্ঞেরা৷
advertisement
5/6
এই TATP— সামান্য তাপের তারতম্যেই প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে এবং এটি অত্যন্ত সংবেদনশীল—ঝাঁকুনি বা আঘাতের সাথেও প্রতিক্রিয়া করতে পারে। এজেন্সিগুলির ধারণা, TATP থাকার কারণে i20 গাড়িটি অনিচ্ছাকৃতভাবে বিস্ফোরিত হয়ে থাকতে পারে।
advertisement
6/6
অন্যান্য, বাণিজ্যিক বিস্ফোরকের মধ্যে যেমন নাইট্রোজেন পাওয়ার যায়, এই ধরনের আইডি-তে তা থাকে না৷ ফলে ট্র্যাডিশনাল পদ্ধতিতে তল্লাশি চালালো এই বিস্ফোরক খুঁজে পাওয়াও মুশকিল৷ এজেন্সির আশঙ্কা নওগামে উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রির মধ‍্যে TATP মেশানো ছিল। আর সেই কারণেই নওগাম বিস্ফোরণ ঘটেছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Delhi Blast Update: দেখতে নুনের মতো, কাজে ভয়ঙ্কর! ‘মাদার অফ সেটান’ TATP...দিল্লি বিস্ফোরণে মারাত্মক রাসায়নিকের ব্যবহার, প্রকাশ্যে তথ্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল