TRENDING:

Delhi CM BJP Candidate 2025 Election: বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ? অন্য চমকও দিতে পারে বিজেপি

Last Updated:
একা পরভেশ নন, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আর যে নামগুলি বিজেপির অন্দর থেকে উঠে আসছে, সেগুলিও যথেষ্ট চমকপ্রদ৷
advertisement
1/7
বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ? অন্য চমকও দিতে পারে বিজেপি
বাবা সাহিব সিং ভার্মা ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ বাবার পদাঙ্ক অনুসরণ করে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কি হচ্ছেন পরভেশ সাহিব সিং ভার্মা? বিজেপির অন্দরে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত পরভেশ অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করার পর সেই সম্ভাবনাই জোরাল হল৷
advertisement
2/7
পরভেশের বাবা সাহিব সিং ভার্মা ১৯৯৬ সালে দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হন৷ আড়াই বছর রাজধানীর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি৷ পরভেশের কাকা আজাদ সিং দিল্লি পুরসভার মেয়র ছিলেন৷ ফলে দিল্লির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে উত্থান হয়েছে তাঁর৷
advertisement
3/7
২০১৩ সালে নির্বাচনে দিল্লি বিধানসভার তৎকালীন স্পিকার যোগানন্দ শাস্ত্রীকে পরাজিত করেছিলেন পরভেশ৷ এর পর ২০১৪ এবং ২০১৯ সালে দিল্লি পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ ছিলেন পরভেশ৷ যদিও বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই ২০২৪ সালে পরভেশকে প্রার্থী করেনি বিজেপি৷
advertisement
4/7
তবে একা পরভেশ নন, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আর যে নামগুলি বিজেপির অন্দর থেকে উঠে আসছে, সেগুলিও যথেষ্ট চমকপ্রদ৷
advertisement
5/7
ভোটে না লড়লেও দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে স্মৃতি ইরানির৷ দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন স্মৃতি ইরানি৷
advertisement
6/7
এর পাশাপাশি প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বাঁশুরি স্বরাজের নামও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে৷ এই মুহূর্তে নতুন দিল্লি লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি৷
advertisement
7/7
এই তিন জন ছাড়াও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে প্রবল ভাবে রয়েছেন বিজেপি নেতা রমেশ বিধুরি এবং বিজেপির আর এক আদিবাসী নেতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুশয়ন্ত গৌতম৷
বাংলা খবর/ছবি/দেশ/
Delhi CM BJP Candidate 2025 Election: বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ? অন্য চমকও দিতে পারে বিজেপি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল